জোটে নেই ইসলামী আন্দোলন
‘ঐক্যবদ্ধ বাংলাদেশ জোট’ ছেড়ে একক নির্বাচনের ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ © সম্পাদিত
জামায়াত ইসলামী নেতৃত্বাধীন ‘ঐক্যবদ্ধ বাংলাদেশ জোট’ ছেড়ে একক নির্বাচনের ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এই সিদ্ধান্ত কার জন্য কতটুকু কল্যাণকর, সেটা সময় বলে দিবে বলে মন্তব্য করেছেন বগুড়া-৩ আসনে জামায়াত ইসলামের প্রার্থী নূর মোহাম্মদ। আজ শুক্রবার (১৬ জানুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডতে এমন মন্তব্য করেন তিনি। এরআগে দুপুরে পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের জেষ্ঠ্য যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান একক নির্বাচনের ঘোষণা দেন। এরপর থেকেই দলটির এমন সিদ্ধান্ত নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পক্ষে-বিপক্ষে আলোচনা-সমালোচনায় মেতেছেন দুই পক্ষের নেতা-কর্মী , সমর্থক ও এক্টিভিস্টরা।
ইসলামী আন্দোলনকে শুভকামানা জানিয়ে নূর মোহাম্মদ তার পোস্টে লেখেন, আপনাদের সিদ্ধান্তকে সম্মান জানাচ্ছি। আর কোনো পিছুটান নাই। আল্লাহর ওপর ভরসা করে ১০ দলীয় সমঝোতাকে এগিয়ে নিতে হবে। আমরা আমাদের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকের এই সিদ্ধান্ত কার জন্য কতটুকু কল্যাণকর আর অকল্যাণকর, সেটা সময় বলে দিবে।
জামায়াত সংশ্লিষ্ট সকলের প্রতি বিনীত অনুরোধ জানিয়ে জামায়াতের এই প্রার্থী লেখেন, ‘আমরা সবাই নির্বাচনী ময়দানে ঝাঁপিয়ে পড়ব তুমুলবেগে। ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের সাথে কোনো আলাপে যাওয়ার কোনো প্রয়োজন নাই। বিশেষ করে অনলাইনে ঘৃণার চর্চা না করে বাস্তব মাঠে সময় দেবো সবাই। মনেপ্রাণে চেয়েছিলাম, সবাই মিলে পথ চলি। হলো না কোনো কারণে। আল্লাহ ভরসা। এখন সময় এগিয়ে যাওয়ার। এখন সময় লড়াই করার। ঐক্যবদ্ধ বাংলাদেশ।’