অস্ট্রেলিয়ার প্রতিনিধির সঙ্গে জামায়াত আমীরের ভার্চুয়াল বৈঠক © সংগৃহীত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান আজ শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ১০টায় অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয়ের (DFAT) প্রতিনিধি মি. ব্রুস সোয়ারের সঙ্গে এক গুরুত্বপূর্ণ ভার্চুয়াল বৈঠকে মিলিত হয়েছেন। আসন্ন ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং দুই দেশের দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে এ সময় বিস্তারিত আলোচনা হয়।
অস্ট্রেলিয়ার পক্ষ থেকে বৈঠকে আরও যুক্ত ছিলেন দেশটির পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয়ের বাংলাদেশ, শ্রীলঙ্কা ও মালদ্বীপ শাখার সহকারী পরিচালক মিস স্টেসি লি ওয়াকার, বাংলাদেশ শাখা-১ (দ্বিপাক্ষিক) এর সহকারী পরিচালক মিস ব্রুক সিম্পসন এবং বাংলাদেশ শাখা-২ (রোহিঙ্গা) এর সহকারী পরিচালক মিস মিশ খান।
জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আমীরের সাথে ভার্চুয়ালি ও সরাসরি যুক্ত ছিলেন:
ইউরোপের মুখপাত্র ব্যারিস্টার আবু বকর মোল্লা, আমীরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান, বিশিষ্ট প্রবাসী নাগরিক ড. আবদুল মান্নান, ব্যারিস্টার ওসমান গণি এবং জনাব আহমদুল্লাহ সাদি।
বৈঠকে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা এবং দেশের গণতন্ত্রকে আরও অর্থবহ করার ক্ষেত্রে জামায়াতে ইসলামীর ইতিবাচক ভূমিকা ও অঙ্গীকার তুলে ধরা হয়।
এছাড়া বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক জোরদার এবং ভবিষ্যতে অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা হয়। বিশেষ করে বাংলাদেশের স্কিল ডেভেলপমেন্ট (দক্ষতা উন্নয়ন) প্রোগ্রামগুলোতে গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার হিসেবে অস্ট্রেলিয়ান সরকারের সম্ভাব্য কারিগরি ও অর্থনৈতিক সহযোগিতার বিষয়টিও গুরুত্বের সঙ্গে আলোচিত হয়।
বৈঠকে উভয় পক্ষই দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে ভবিষ্যতে আরও উচ্চতায় নিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন।