পেশা ব্যবসায়ী, ঢাবি ছাত্র হান্নান মাসউদের সম্পদ নাহিদ ইসলামের চেয়ে ৩ গুণ বেশি

০১ জানুয়ারি ২০২৬, ০৬:২২ PM
হান্নান মাসউদ ও নাহিদ ইসলাম

হান্নান মাসউদ ও নাহিদ ইসলাম © টিডিসি সম্পাদিত

স্থাবর সম্পদ না থাকলেও  জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদের মোট সম্পদের পরিমাণ প্রায় ৯৮ লাখ ৪০ হাজার। দলীয় প্রধান নাহিদ ইসলামের তুলনায় এ সম্পদ অন্তত ৩ গুণ বেশি। নির্বাচনী হলফনামা অনুযায়ী, নাহিদের মোট সম্পদের পরিমাণ ৩২ লাখ ১৬ হাজার ১২২ টাকা।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এনসিপির হয়ে নোয়াখালী-৬ আসনে লড়ছেন হান্নান মাসউদ। তার নির্বাচনী হলফনামায় দেখা গেছে, তার কোনো স্থাবর সম্পদ নেই। এতে পেশা উল্লেখ করা হয়েছে, ব্যবসা। ঢাকার পরিবাগ এলাকায় ডিজিল্যান্তি গ্লোবাল নামের ব্যবসা প্রতিষ্ঠানটি থেকে তিনি বছরে আয় করেন ৬ লাখ টাকা। এছাড়া নগদ আছে ৩৫ লাখ ৮৩ হাজার ৪৭৫ টাকা।

দাখিল করা হলফনামা অনুযায়ী, হান্নান মাসউদের অস্থাবর সম্পদের মধ্যে ব্যাংকে জমা আছে দুই হাজার ৫৫ টাকা, কোম্পানির শেয়ার এক লাখ টাকা, স্বর্ণালঙ্কার আট লাখ টাকার, ইলেক্ট্রনিক্স পণ্য এক লাখ টাকার ও আসবাবপত্র রয়েছে এক লাখ টাকার। হান্নান মাসউদের স্ত্রী শ্যামলী সুলতানা জেদনী একজন শিক্ষার্থী। তার নামে কোনো সম্পদ নাই। স্বামী-স্ত্রীর নামে কোনো দায়-দেনাও নাই।

২০২৫-২৬ অর্থ বছরে জমা দেওয়া আবদুল হান্নান মাসউদের আয়কর রিটার্নে দেখানো আয়ের পরিমাণ ৬ লাখ টাকা। আয়কর রিটার্নে দেখানো সম্পদের পরিমাণ ৯৮ লাখ ৩৯ হাজার ৬৫৬ টাকা। তার স্ত্রীর নামে কোনো আয়কর নথি নেই।

আবদুল হান্নান মাসউদের স্থায়ী ঠিকানা নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার সাঘরিয়া গ্রামে। তার বাবার নাম আমিরুল ইসলাম মোহাম্মদ আবদুল মালেক ও মাতার নাম আয়েশা খাতুন বিলকিছ। তার বিরুদ্ধে ফৌজদারি অপরাধের কোনো মামলা নেই। ২৬ বছর বয়সী আবদুল হান্নান মাসউদের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা আলিম পাস।

অপরদিকে নির্বাচনী হলফনামা অনুযায়ী, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম শিক্ষকতা ও পরামর্শ দিয়ে আয় করেন বছরে ১৬ লাখ টাকা। কোনো দায় না থাকলেও ব্যাংকে তার ঋণ আছে। নিজের কাছে নগদ আছে ১৯ লাখ ৫০ হাজার টাকা; স্ত্রীর কাছে আছে ২ লাখ টাকা; ব্যাংকে আছে ৩ লাখ ৮৫ হাজার ৩৬৩ টাকা ৫৭ পয়সা। এছাড়া নিজের  অর্জনকালীন পৌনে ৮ লাখ টাকা মূল্যের অলংকার এবং স্ত্রীর আছে অর্জনকালীন ১০ লাখ টাকা মূল্যের গহনা। ১ লাখ টাকার ইলেকট্রনিক্স সামগ্রী ও আসবাব আছে ১ লাখ ৭০ হাজার টাকার। সব মিলিয়ে এনসিপি প্রধানের ৩২ লাখ ১৬ হাজার ১২২ টাকার সম্পদ আছে, গত বছরে আয় হয়েছে ১৩ লাখ ৫ হাজার ১৫৮ টাকা।

নাহিদ ইসলামের হলফনামা নিয়ে বিভ্রান্তির ব্যাখ্যা এনসিপির
  • ০২ জানুয়ারি ২০২৬
উপদেষ্টা মাহফুজের ভাই মাহবুবের সম্পদ ১ কোটিরও বেশি
  • ০২ জানুয়ারি ২০২৬
বাকৃবির শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ
  • ০২ জানুয়ারি ২০২৬
মেসির সামনে নতুন রেকর্ডের হাতছানি
  • ০২ জানুয়ারি ২০২৬
আসল পুলসিরাত শুরু হবে ইলেকশনের পর, সেটা হবে দীর্ঘ: ফারুকী
  • ০২ জানুয়ারি ২০২৬
ফেনী-১ আসনে খালেদা জিয়ার ‘বিকল্প’ প্রার্থী রফিকুল আলম মজনু
  • ০১ জানুয়ারি ২০২৬
X
APPLY
NOW!