খালেদা জিয়ার জানাজায় লাখো মানুষের জনস্রোত © টিডিসি ফোটো
বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন ও বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে মানিক মিয়া অ্যাভিনিউ ও সংসদ প্লাজার দক্ষিণ পাশে নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নেমেছে।
বুধবার (৩১ ডিসেম্বর) বেলা ২টায় মানিক মিয়া অ্যাভিনিউতে খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে।
জানাজায় অংশ নিতে ইতোমধ্যে বেলা ১টার পরে উপদেষ্টারা, সেনাপ্রধানসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত হয়েছে। উপদেষ্টা ও সেনাপ্রধানের গাড়িবহর বিজয় স্মরনী সড়ক দিয়ে সংসদ ভবনে প্রবেশ করতে দেখা গেছে।
সরেজমিন দেখা গেছে, মানিক মিয়া অ্যাভিনিউয়ের আড়ংয়ের পাশের প্রবেশ পথ ও বিজয় স্মরনীর প্রবেশ পথ সাধারণ মানুষের জন্য বন্ধ রাখা হয়েছে। তবে বিকল্প হিসেবে বেশ কয়েকটি পথ খুলে দেওয়া হয়েছে। খামার বাড়ি, বিজয় সরণি এলাকার পথ দিয়ে মানুষ জানাজায় অংশ নিতে দলে দলে প্রবেশ করছেন। কারো হাতে দেশের পতাকা, কারো হাতে দলের পতাকা আবার কারো হাতে রয়েছে কালো পতাকা। পুরুষদের পাশাপাশি নারী ও শিশুদের আসতে দেখা গেছে। সময়ের সাথে সাথে মানুষের উপস্থিতি বাড়ছে।
আরও পড়ুন : ‘আপসহীন’ খালেদা জিয়াকে আজ চিরবিদায় জানাবেন দেশের মানুষ
এদিকে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলা করতে পুলিশ, বিজিবি, র্যাব, সেনাবাহিনীসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।