আসন সমঝোতায় শরিকদের জন্য আরও ৭ আসন ছাড়ল বিএনপি

বিএনপি লোগো
বিএনপি লোগো  © সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শরিক দলগুলোর সাথে নির্বাচনী আসন সমঝোতার বড় ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বুধবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে থাকা শরিকদের সম্মান জানিয়ে নতুন করে আরও সাতটি আসন ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দলটি। এসব আসনে বিএনপি নিজস্ব কোনো প্রার্থী না দিয়ে জোটভুক্ত শরিক প্রার্থীদের পূর্ণ সমর্থন প্রদান করবে।

নতুন এই সমঝোতায় সবচেয়ে বেশি আলোচনায় এসেছে গণঅধিকার পরিষদের দুই শীর্ষ নেতার নাম। পটুয়াখালী-৩ আসন থেকে নির্বাচন করার জন্য মনোনয়ন পেয়েছেন দলটির সভাপতি নুরুল হক নুর এবং ঝিনাইদহ-৪ আসনে মনোনয়ন পেয়েছেন সাধারণ সম্পাদক রাশেদ খান। এছাড়া বগুড়া-২ আসনে নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না এবং ঢাকা-১২ আসনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হকের জন্য আসন ছেড়েছে বিএনপি। জোটের ঐক্যের স্বার্থে ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকিকেও ছাড় দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

আসন সমঝোতার তালিকায় আরও রয়েছেন জাতীয় পার্টি (কাজী জাফর) এর চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, যিনি পিরোজপুর-১ আসনে লড়বেন। এছাড়া যশোর-৫ আসনে ইসলামি ঐক্যে জোটের মুফতি রশিদ বিন ওয়াক্কাসকে সমর্থন দিচ্ছে বিএনপি। এর আগে জমিয়তের জন্য আরও ৪টি আসন ছেড়ে দিয়েছিল দলটি। সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, শরিকদের সাথে এই সমন্বয় নির্বাচনী লড়াইকে আরও শক্তিশালী করবে। দীর্ঘদিনের রাজপথের আন্দোলন ও সংগ্রামের সাথীদের মূল্যায়ন করতেই এই আসন বন্টন করা হয়েছে।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!