সাবেক মন্ত্রী শাজাহানের বাড়ি পাহারা দেওয়ার ঘটনায় যুবদল নেতার পদ স্থগিত

২৪ ডিসেম্বর ২০২৫, ১১:৪০ AM
ফারুক হোসেন ব্যাপারী

ফারুক হোসেন ব্যাপারী © টিডিসি সম্পাদিত

রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক নৌ-পরিবহণ মন্ত্রী শাজাহান খান এবং তার ভাইদের বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান পাহারা দেওয়ার ঘটনায় মাদারীপুর জেলা যুবদলের আহ্বায়ক ফারুক হোসেন ব্যাপারীর সব পদ স্থগিত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাতে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদারীপুর জেলা যুবদলের আহ্বায়ক ফারুক হোসেন ব্যাপারীর প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ স্থগিত করা হয়েছে। যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এ সিদ্ধান্ত ইতোমধ্যে কার্যকর করেছেন।

এর আগে গত রবিবার (২১ ডিসেম্বর) ফারুক হোসেন ব্যাপারীকে তিন দিনের সময় দিয়ে কারণ দর্শানো নোটিশ (শোকজ) দেওয়া হয়। নোটিশে তাকে কেন্দ্রীয় যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের সামনে সশরীরে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছিল। ব্যাখ্যা শোনার পর সোমবার রাতে তার বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়।

স্থানীয় নেতাকর্মী সূত্রে জানা গেছে, ওসমান হাদী হত্যার প্রতিবাদে গত শনিবার (২০ ডিসেম্বর) মাদারীপুরের বিভিন্ন স্থানে প্রতিবাদ কর্মসূচি, বিক্ষোভ মিছিল ও গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন গ্রুপে আওয়ামী লীগ নেতা শাজাহান খানের বাড়ি এবং তার ভাইদের ব্যবসাপ্রতিষ্ঠান ঘেরাওয়ের কর্মসূচির ডাক দেওয়া হয়।

আরও পড়ুন: বিএনপির টার্গেট কমপক্ষে ৫০ লাখ

বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্বেগ তৈরি হলে মাদারীপুর শহরের চাঁনমারি মসজিদের সামনে অবস্থিত শাজাহান খানের আলিশান দশতলা ভবনসহ তার ভাইদের চারটি বাড়ি, আবাসিক হোটেল, রেস্টুরেন্ট ও পেট্রোল পাম্পে কোনো ধরনের সহিংসতা বা অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, সে জন্য যুবদলের আহ্বায়ক ফারুক হোসেন ব্যাপারীর নেতৃত্বে অন্তত অর্ধশত নেতাকর্মী শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত সেখানে পাহারা দেন। ওই কার্যক্রমের একাধিক ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

এ ঘটনা কেন্দ্রীয় যুবদলের নজরে এলে গত রবিবারই ফারুককে শোকজ নোটিশ দেওয়া হয়। নোটিশ অনুযায়ী তিনি নির্ধারিত সময়ের মধ্যে ঢাকায় কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে ব্যাখ্যা দেন বলে দলীয় সূত্র জানিয়েছে।

এ বিষয়ে পদ স্থগিত হওয়া যুবদল নেতা ফারুক হোসেন ব্যাপারী বলেন, তার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে অভিযোগ আনা হয়েছে। তিনি দাবি করেন, ‘নতুন বাসস্ট্যান্ড ও তেলপাম্প থেকে তিন থেকে চার কিলোমিটার দূরে শাজাহান খানের বাড়ি। সেখানে আমাদের কোনো লোক যায়নি। তাহলে পাহারা দিল কীভাবে? আর আমার নামে নাকি চারটা বাড়ি লিখে দিচ্ছে যাচ্চু খান। আমি নাকি সেই বাড়িগুলো দখল করে খাচ্ছি। কিন্তু আমি তো যাচ্চু খানের বাড়িই চিনি না। সেন্টু খান এসব বানোয়াট কাজ করছে।’

প্রসঙ্গত, গত ৫ আগস্টের শেখ হাসিনা ভারতে যাওয়ার পর শাজাহান খান ও তার ছেলে আসিবুর রহমান আসিব খান বর্তমানে কারাগারে রয়েছেন। তার ভাইয়েরাসহ পরিবারের অধিকাংশ লোক পলাতক থাকলেও মাদারীপুরে তাদের পরিবহন, আবাসিক হোটেল, পেট্রোল পাম্পসহ সব ধরণের ব্যবসাবাণিজ্য সচল রয়েছে।

চবিতে বাংলাদেশ ইকোনমিকস অলিম্পিয়াড ২০২৬-এর আঞ্চলিক পর্ব অনু…
  • ১৭ জানুয়ারি ২০২৬
অনড় বাংলাদেশ, দ্রুত সিদ্ধান্তের আশ্বাস আইসিসির
  • ১৭ জানুয়ারি ২০২৬
তারেক রহমানের সঙ্গে তিনি দেশের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • ১৭ জানুয়ারি ২০২৬
রাজধানীতে প্রেমের জেরে চলে গেলেন কলেজ ছাত্রী মীম
  • ১৭ জানুয়ারি ২০২৬
বিএনপি নেতাদের ওপর হামলায় জামায়াত নেতা গ্রেপ্তার
  • ১৭ জানুয়ারি ২০২৬
বিএনপির দুই নেতাকে কুপিয়ে জখমের মামলায় জামায়াতের পৌর আমির গ…
  • ১৭ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9