তারেক রহমানকে বরণে সাতক্ষীরা থেকে ঢাকায় আসবেন ১২ হাজার নেতাকর্মী

২৩ ডিসেম্বর ২০২৫, ১২:১৬ PM , আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৫, ১২:২৩ PM
 তারেক রহমানকে বরণে প্রস্তুত সাতক্ষীরা বিএনপি

তারেক রহমানকে বরণে প্রস্তুত সাতক্ষীরা বিএনপি © টিডিসি ফোটো

দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে সাতক্ষীরা জেলা বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। এ উপলক্ষে জেলা সদরসহ শ্যামনগর, কলারোয়া, কালিগঞ্জ, আশাশুনি, তালা ও দেবহাটা উপজেলার বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

দলীয় সূত্র জানায়, আগামী ২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) ঢাকায় অনুষ্ঠিত প্রত্যাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে সাতক্ষীরা জেলা থেকে প্রায় ১০ থেকে ১২ হাজার নেতাকর্মী যাওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে। পরিবহন সংকটের কারণে অনেক নেতাকর্মী ইতোমধ্যে ব্যক্তিগত উদ্যোগে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন। কেউ কেউ আগে ভাগেই ঢাকায় পৌঁছে আত্মীয়স্বজনের বাড়ি কিংবা হোটেলে অবস্থান করছেন।

জেলা বিএনপির নেতারা জানান, সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলা থেকে সবচেয়ে বড় বহর ঢাকার উদ্দেশে রওনা হবে বলে ধারণা করা হচ্ছে। জেলা বিএনপির পক্ষ থেকে সমন্বয়ের মাধ্যমে নেতাকর্মীদের নিরাপদে ও শৃঙ্খলার সঙ্গে ঢাকায় পৌঁছানোর চেষ্টা করা হচ্ছে।

সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব মো. আবু জাহিদ ডাবলু বলেন, সাতক্ষীরা সদর আসন থেকে প্রায় ৩০টি বাস ও আরও ৩০টি মাইক্রোবাস বরাদ্দ দেওয়া হয়েছে। প্রত্যেক আসনের মনোনীত প্রার্থীকে আলাদাভাবে ২০ থেকে ৩০টি গাড়ি ব্যবস্থাপনার দায়িত্ব দেওয়া হয়েছে। সব মিলিয়ে শতাধিক গাড়ি যাবে। কিছুটা পরিবহন সংকট থাকলেও আমরা তা কাটিয়ে উঠব। নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা রয়েছে।

তিনি আরও বলেন, সাতক্ষীরা জেলা থেকে কমপক্ষে ১০ থেকে ১২ হাজার নেতাকর্মী ঢাকায় উপস্থিত থাকবেন বলে আমরা আশা করছি। বাস, মাইক্রোবাস এবং নিজ উদ্যোগে জেলার প্রতিটি ইউনিট থেকে নেতাকর্মীরা ঢাকায় যাবেন।

সাতক্ষীরা-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী আলাউদ্দিন বলেন, আশাশুনি ও কালিগঞ্জ উপজেলা থেকে প্রায় এক হাজার নেতাকর্মী নিয়ে ঢাকায় যাওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে। এ জন্য আটটি পরিবহন নেওয়া হয়েছে। আরও গাড়ি নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু পরিবহন সংকটের কারণে সম্ভব হয়নি।

তিনি বলেন, অনেক নেতাকর্মী বিচ্ছিন্নভাবে আগেভাগেই ঢাকায় যাচ্ছেন। যাদের ঢাকায় আত্মীয়স্বজন রয়েছে তারা সেখানে উঠছেন, আবার কেউ হোটেলে অবস্থান নিচ্ছেন। মানুষের আগ্রহ খুব বেশি, বেশিরভাগই নিজ উদ্যোগে যাচ্ছেন।

শহর ছাত্রদলের সদস্য সচিব শাহিন ইসলাম বলেন, আমরা জেলা বিএনপির সঙ্গে একযোগে ঢাকায় যাব। ছাত্রদলের জন্য আলাদা গাড়ি বরাদ্দ দেওয়া হয়েছে। সাতক্ষীরা জেলা থেকে বিপুল সংখ্যক ছাত্রদলের নেতাকর্মী প্রিয় নেতা তারেক রহমানকে বরণ করতে ঢাকায় যাচ্ছেন।

এদিকে জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা জানান, বিএনপির পাশাপাশি ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দলসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাই ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। দীর্ঘদিন পর তারেক রহমানের প্রত্যাবর্তন কর্মসূচিকে ঘিরে সবাই স্বতঃস্ফূর্তভাবে প্রস্তুতি নিয়েছেন।

জোটে যেসব আসন পেল এনসিপি
  • ১৫ জানুয়ারি ২০২৬
যেসব আসনে প্রার্থী দিল জামায়াত
  • ১৫ জানুয়ারি ২০২৬
‘ঐক্যবদ্ধ বাংলাদেশ’ জোটে ইসলামী আন্দোলনের জন্য কয়টি আসন থাক…
  • ১৫ জানুয়ারি ২০২৬
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন …
  • ১৫ জানুয়ারি ২০২৬
প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে গুলশানের বাসায় ফিরলেন ত…
  • ১৫ জানুয়ারি ২০২৬
টিএসসিতে কাওয়ালি অনুষ্ঠানে হামলার স্মরণে ডাকসুর ‘কাওয়ালি …
  • ১৫ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9