ছাত্রলীগ, ইসলামি ছাত্র আন্দোলনের নেতা নিয়ে বাউফলে ছাত্র শক্তির কমিটি ঘিরে সমালোচনা

১৬ ডিসেম্বর ২০২৫, ০৮:২০ AM , আপডেট: ১৬ ডিসেম্বর ২০২৫, ০৮:২৫ AM
ছাত্রশক্তির তিন নেতা

ছাত্রশক্তির তিন নেতা © টিডিসি ফোটো

পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় জাতীয় ছাত্র শক্তির কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ৫৪তম বিজয় দিবসের প্রথম প্রহরে জেলা কমিটির আহ্বায়ক মিরাজ ইমতিয়াজ ও সাধারণ সম্পাদক রিফায়েত কবির খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ছয় সদস্যবিশিষ্ট বাউফল উপজেলা আহ্বায়ক কমিটি প্রকাশ করা হয়।

কমিটির আহ্বায়ক রুহুল আমিন, সদস্য সচিব মারুফ ইসলাম শান্ত ও মুখ্য সংগঠক নাইম ইসলামকে ঘিরে সমালোচনার সৃষ্টি হয়েছে। জানা গেছে, নবনির্বাচিত আহ্বায়ক রুহুল আমিন কয়েক মাস আগেও ইসলামী ছাত্র আন্দোলনের বাউফল কলেজ শাখার সভাপতি ছিলেন। এছাড়াও তিনি জুলাই অভ্যুত্থানের স্বপক্ষে গঠিত জাতীয় নাগরিক কমিটির বাউফল শাখার সদস্য পদ থেকে সংবাদ সম্মেলনের মাধ্যমে পদত্যাগ করেছিলেন।

অপরদিকে, সদস্য সচিব মারুফ ইসলাম শান্ত পৌর ছাত্রলীগের সক্রিয় নেতা ছিলেন। ২০২৪ সালে ছাত্রলীগের পৌর কমিটি ঘোষণার পূর্বে তিনি সাধারণ সম্পাদক পদের জন্য আবেদন দাখিল করেছিলেন। অন্যদিকে, কমিটির মুখ্য সংগঠক নাইম ইসলাম দুই মাস আগেও উপজেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক ছিলেন। তবে তারা তিন’জনই জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলেন।

এ বিষয়ে জানতে চাইলে জেলা ছাত্র শক্তির আহ্বায়ক ও সাধারণ সম্পাদক সংক্ষিপ্ত যৌথ বিবৃতি দেন। তারা বলেন, নবনির্বাচিত বাউফল উপজেলা কমিটির সকল সদস্য ফ্যাসিবাদমুক্ত রাষ্ট্র বিনির্মাণে বিশ্বাসী, জুলাই অভ্যুত্থানের সক্রিয় সদস্য এবং ছাত্র শক্তির নীতি ও আদর্শে বিশ্বাসী। আগামী দিনে তারা দেশের জন্য ভালো করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

নবনির্বাচিত সদস্য সচিব মারুফ ইসলাম শান্ত বলেন, জুলাই আন্দোলনের সময় আমি ছাত্রলীগের রাজনীতি ত্যাগ করে অভ্যুত্থানের পক্ষে জোরালো ভূমিকা রেখেছি। ছাত্র হত্যার প্রতিবাদে ছাত্রলীগের রাজনীতি আমি মন থেকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছি। বাংলাদেশের সামগ্রিক উন্নয়নের জন্য জাতীয় ছাত্র শক্তির ভবিষ্যৎ সকল কর্মকাণ্ডে সহযোগী হতে চাই।

এ বিষয়ে বাউফল উপজেলা ছাত্র শক্তির নবনির্বাচিত আহ্বায়ক রুহুল আমিন বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা না করেই নাগরিক কমিটি ঘোষণার প্রতিবাদে আমরা ছয় সমন্বয়ক একসঙ্গে পদত্যাগ করেছিলাম। জাতীয় ছাত্র শক্তির নীতি-আদর্শ ও আগামীর দেশ গঠনের পরিকল্পনার সঙ্গে আমার মতাদর্শ ও ভবিষ্যৎ ভাবনার পূর্ণ সামঞ্জস্য খুঁজে পাই। তাই পুরোনো সংগঠন থেকে পদত্যাগ করে ছাত্র শক্তির রাজনীতিতে যুক্ত হয়েছি। 

অনুমোদন পেল মেরিটাইম ইউনিভার্সিটির ১৫৮ কোটি টাকার একাডেমিক …
  • ১২ জানুয়ারি ২০২৬
‘ইরানে চলমান বিক্ষোভে নিহত পাঁচ শতাধিক’
  • ১২ জানুয়ারি ২০২৬
১৯ দিনেও সন্ধান মেলেনি মাদ্রাসাছাত্র ফারহানের
  • ১২ জানুয়ারি ২০২৬
কুমিল্লা পলিটেকনিক শিবিরের নেতৃত্বে রিফাত-আসিফ
  • ১২ জানুয়ারি ২০২৬
ডুয়েটে শহীদ ওসমান হাদির নামে প্রস্তাবিত গবেষণা ভবনের নামকরণ
  • ১২ জানুয়ারি ২০২৬
কর্মজীবী মা ও সন্তানের আবেগঘন গল্পে নাটক ‘মা মনি’
  • ১২ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9