তিন ঘন্টা অবরোধের পর শাহবাগ ছাড়ল ছাত্রশক্তি
- ঢাবি প্রতিনিধি
- প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৫ PM
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদিকে গুলি করার ঘটনায় হামলাকারীদের গ্রেফতারে ব্যর্থতা ও দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে শাহবাগ অবরোধ কর্মসূচি শেষ হয়েছে।
সোমবার (১৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত রাজধানীর শাহবাগ মোড় অবরোধের পর শহীদ মিনারের আয়োজিত ইনকিলাব মঞ্চের প্রতিবাদ কর্মসূচিকে সংহতি জানিয়ে এ অবস্থান কর্মসূচি শেষ করার ঘোষণা দেন সংগঠনটির সভাপতি জাহিদ আহসান।
তিনি বলেন, আমরা আজকের মত ইনকিলাব মঞ্চের আয়োজিত প্রতিবাদ কর্মসূচিকে সংহতি জানিয়ে আমাদের কর্মসূচি এখানে শেষ করছি। তবে আগামীকাল ১৬ ডিসেম্বর উপলক্ষ্যে আমাদের কর্মসূচি স্থগিত রাখছি। আগামী পরশু পরিস্থিতি লক্ষ্য করে আমাদের কর্মসূচি কী হবে জানিয়ে দিবো।