মনোনয়ন না পেয়ে বিএনপি নেতা যোগ দিলেন ইসলামী আন্দোলনে
- জামালপুর প্রতিনিধি
- প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ১১:৩৬ PM
বিএনপির মনোনয়ন না পেয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগ দিয়েছেন জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার।শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে নিজ অনুসারী বিএনপির নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বরিশালের চরমোনাইয়ে গিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে নতুন দলে যোগদান করেন।
চরমোনাইতে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের হাতে দলীয় সদস্য ফরম জমা দিয়ে আনুষ্ঠানিকভাবে দলভুক্ত হন আব্দুর রউফ তালুকদার।
আব্দুর রউফ তালুকদার বকশীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ছিলেন এবং তিনি চারবার ওই উপজেলার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন তিনি। তবে দল থেকে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণাও দিয়েছিলেন।
শনিবার বিকেলে বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ এলাকার কিছু বিএনপি নেতাকর্মীকে সঙ্গে নিয়ে চরমোনাই পীরের দরবারে যান তিনি। সেখানে আসরের নামাজ আদায়ের পর ইসলামী আন্দোলন বাংলাদেশের সদস্য ফরম পূরণ করেন এবং দলটির আমিরের হাতে হাত রেখে আনুষ্ঠানিকভাবে যোগদান সম্পন্ন করেন।
আব্দুর রউফ তালুকদার জানান, চরমোনাই পীরের আপোষহীন ও আদর্শভিত্তিক নেতৃত্বে অনুপ্রাণিত হয়েই তিনি নিজের অনুসারীদের নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগ দিয়েছেন।
উল্লেখ্য, জামালপুর-১ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলের জাতীয় নির্বাহী কমিটির কোষাধ্যক্ষ ও সাবেক সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাত।