মঙ্গলবার খালেদা জিয়াকে নিতে এয়ার অ্যাম্বুলেন্স আসছে না

খালেদা জিয়া
খালেদা জিয়া  © সংগৃহীত

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার জন্য নির্ধারিত এয়ার অ্যাম্বুলেন্সটি পূর্বঘোষিত সময়ে ঢাকায় আসছে না। এ বিষয়ে অপারেটর প্রতিষ্ঠান বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) কাছে স্লট অনুমোদন বাতিলের আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে।

বেবিচক সূত্র জানায়, মঙ্গলবার সকাল ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের যে অনুমতি দেওয়া হয়েছিল, সেটি বাতিলের আবেদন পাঠানো হয়েছে অপারেটর পক্ষ থেকে।

বেবিচকের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, জার্মানভিত্তিক এয়ার অ্যাম্বুলেন্স অপারেটর এফএআই এভিয়েশন গ্রুপ তাদের স্থানীয় সমন্বয়কারীর মাধ্যমে স্লট বাতিলের আবেদন করেছে। এই অনুরোধ পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে পরবর্তী ব্যবস্থা নিতে।

এর আগে গতকাল রবিবার জমা দেওয়া প্রাথমিক আবেদনের ভিত্তিতে বেবিচক মঙ্গলবার সকাল ৮টায় অবতরণ এবং রাত ৯টার দিকে উড্ডয়নের অনুমতি দিয়েছিল।

কাতার সরকারের ব্যবস্থাপনায় দীর্ঘ দূরত্বের চিকিৎসা পরিবহনের জন্য বিকল্প এয়ার অ্যাম্বুলেন্স বাছাইয়ের পর দায়িত্বপ্রাপ্ত অপারেটর হিসেবে এফএআই এভিয়েশন গ্রুপকে চার্টার করা হয়েছিল। খালেদা জিয়ার মেডিক্যাল ইভাকুয়েশনের জন্য প্রতিষ্ঠানটি বোম্বার্ডিয়ার চ্যালেঞ্জার ৬০৪ (সিএল ৬০) বিমান নির্ধারণ করে।

দীর্ঘ দূরত্বে রোগী পরিবহনে অত্যন্ত নির্ভরযোগ্য এ বিমানটি উন্নত ক্রিটিক্যাল–কেয়ার কনফিগারেশন, বেশি পরিসীমা ও স্থিতিশীলতার জন্য বিশ্বব্যাপী ব্যবহৃত হয়।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence