খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে : চিকিৎসক

খালেদা জিয়া
খালেদা জিয়া  © ফাইল ছবি

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছেন তার চিকিৎসায় নিয়োজিত মেডিকেল বোর্ডের একজন সদস্য। তবে উন্নতি ঘটলেও সেটা এখনও বিমানভ্রমণের জন্য এখনও উপযুক্ত নয়। সে কারণে লন্ডনে চিকিৎসা নিতে যাওয়া না যাওয়া এখন সম্পূর্ণই নির্ভর করছে তার শারীরিক পরিস্থিতির ওপর। মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিলে তাকে লন্ডনে নিয়ে যাওয়া হবে। 

বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপি স্থায়ী কমিটি সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, নতুন করে বলার মতো কোনো সিদ্ধান্ত হলে মিডিয়াকে জানানো হবে। যুক্তরাজ্যর বিশেষজ্ঞ চিকিৎসকসহ মেডিকেল বোর্ডের তত্ত্বাবধায়নে ম্যাডাম সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে আছেন।

এদিকে, খালেদা জিয়াকে লন্ডনে নেয়ার জন্য কাতার সরকারের ব্যবস্থা করা এয়ার অ্যাম্বুলেন্সটি মঙ্গলবার (৯ ডিসেম্বর) ঢাকায় আসার অনুমতি চেয়েছে বলে জানিয়েছে বিএনপির মিডিয়া সেল। সাবেক এই প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থাসহ সবকিছু ঠিক থাকলে পরদিন বুধবার (১০ ডিসেম্বর) এয়ার এ্যাম্বুলেন্সটি তাকে নিয়ে লন্ডনের উদ্দেশে রওনা হবে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ জানিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিতে ৯ তারিখে এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসবে এবং পরদিন ১০ তারিখ বুধবার ঢাকা ত্যাগ করার কথা রয়েছে। 

মেডিকেল বোর্ডের একজন চিকিৎসক বলেন, বিএনপি চেয়ারপারসনের অবস্থা আগের চেয়ে কিছুটা উন্নতি হয়েছে। তবে ভ্রমণ করার মতো অবস্থা এখনও হয়নি। এটি কবে হবে–এখনই বলা যাচ্ছে না। তবে বোর্ড আশাবাদী, তিনি উন্নত চিকিৎসায় বিদেশ যেতে পারবেন। তাকে ঘুমের ওষুধ দেওয়া হয় প্রতিদিন। মাঝেমধ্যে কথা বলার চেষ্টা করেন। 

চিকিৎসক বলেন, গতকাল শনিবারও তার বেশ কয়েকটি পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। সেগুলোর রিপোর্ট নিয়ে মেডিকেল বোর্ড পরবর্তী করণীয় নির্ধারণ করতে রাতে বৈঠক করে। প্যারামিটারগুলো কিছুটা ওপরে উঠছে। তিনি বলেন, ম্যাডামের পুত্রবধূ ডা. জোবায়দা রহমান দিনে দুইবার করে হাসপাতালে আসছেন। তিনিও মেডিকেল বোর্ডের সঙ্গে সমন্বয় করে কাজ করছেন।

খালেদা জিয়ার ছোট ভাই শামীম এস্কান্দার বলেন, তিনি (খালেদা জিয়া) সিসিইউতে মোটামুটি আছেন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence