খুলনা-১ আসনে বিএনপির দলীয় মনোনয়ন পুনঃবিবেচনার দাবীতে গণমিছিল

০৭ ডিসেম্বর ২০২৫, ১২:০৫ AM
খুলনায় গণমিছিল

খুলনায় গণমিছিল © টিডিসি ফটো

খুলনা-১ আসনে বিএনপির দলীয় মনোনয়ন পূনঃবিবেচনার দাবী জানিয়েছে স্থানীয় নেতা কর্মীরা। এ দাবীতে শনিবার বিকালে গনমিছিল ও সমাবেশ করেছে তারা। সাচিবুনিয়া বিশ্ব রোড মোড় থেকে শুরু হয়ে মিছিলটি জিরো পয়েন্ট এ যেয়ে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

এর আগে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি ও সুস্থ্যতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

সমাবেশে বক্তারা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা, ৯০ এর স্বৈরাচার এরশাদ পতন আন্দোলনে ঢাকার রাজপথের সম্মুখ সারীর যোদ্ধা জিয়াউর রহমান পাপুল দাকোপ-বটিয়াঘাটায় জনপ্রিয় ব্যক্তিত্ব। তিনি ইতোমধ্যে এ এলাকার সাধারণ মানুষের মনিকোঠায় স্থান করে নিয়েছেন। এ জনপদের সনাতন সম্প্রদায়ের মানুষ তাকে সাদরে গ্রহণ করেছেন। তারা জিয়াউর রহমান পাপুলের যোগ্য নেতৃত্বের দিকে তাকিয়ে আছেন। 

বক্তারা খুলনা-১ আসনে বিএনপির দলীয় মনোনয়ন পুনঃবিবেচনা করে যোগ্যতা এবং জনপ্রিয়তা বিবেচনায় জিয়াউর রহমান পাপুল কে মনোনয়ন দেওয়ার জোর দাবি জানান। 

সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির সদস্য জিএম রফিকুল হাসান, মনিরুজ্জামান লেলিন, আসাফুর রহমান পাইলট,বটিঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক এজাজুর রহমান শামীম, ২৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি নজরুল ইসলাম, জলমা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আসাবুর রহমান হাওলাদার, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন আনো, জেলা ছাত্র দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুম বিল্লাহ, বটিয়াঘাটা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আজমল হোসেন লিটন, উপজেলা ছাত্র দলের আহ্বায়ক  শাকিল হুসাইন, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক কানিজ ফাতেমা নুপুর, সিনিয়র সহ সভাপতি রেহেনা  ইসলাম,জলমা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুস সাত্তার আকন, বালিয়াডাঙ্গা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সেলিম রেজা হাওলাদার, আমিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জসিম উদ্দিন,সুরখালি ইউনিয়ন বিএনপির সভাপতি রাশেদ কামাল,সাধারণ সম্পাদক শেখ হাফিজুর রহমান, বালিয়াডাঙ্গা ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির, যুগ্ম আহবায়ক আজগর আলী, ভান্ডারকোট ইউনিয়ন বিএনপির  আহ্বায়ক সফিক মৌলঙ্গী,সদস্য সচিব কবির আকুঞ্জি,সদর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ইমরান আহম্মেদ, সদস্য সচিব পলাশ মহলদার,গঙ্গারামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ওলিয়ার রহমান প্রমূখ।

পুরান ঢাকায় জবির সাবেক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ১৮ জানুয়ারি ২০২৬
আমির হামজার বিরুদ্ধে ইবি ছাত্রদল নেতার মামলা
  • ১৮ জানুয়ারি ২০২৬
ইসির ওপর আস্থা নেই, এনসিপি নির্বাচনে অংশ নেবে কিনা ভাবার সম…
  • ১৮ জানুয়ারি ২০২৬
যৌথবাহিনীর অভিযানে ইয়াবাসহ জামাই-শ্বশুর গ্রেপ্তার
  • ১৮ জানুয়ারি ২০২৬
‎বেরোবিতে দুদকের অভিযান, মিলেছে নিয়োগ জালিয়াতির প্রাথমিক সত…
  • ১৮ জানুয়ারি ২০২৬
শেষ দিনে ২০ প্রার্থীর মনোনয়ন বাতিল, দেখুন তালিকা
  • ১৮ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9