খালেদা জিয়ার বিদেশে যাওয়ার বিষয়ে মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নেবে : ডা. জাহিদ

দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেডএম জাহিদ হোসেন
দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেডএম জাহিদ হোসেন  © সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন বলে জানিয়েছেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। এ সময় তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিদেশে যাওয়ার বিষয়ে মেডিকেল বোর্ড দেখেছেন। ইউকে থেকে চিকিৎসক এলে দেখবেন। তারা প্রয়োজন মনে করলে বিদেশে পাঠানো হবে। মেডিকেল বোর্ড তার বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (২ ডিসেম্বর) রাজধানীর বসুন্ধরা এলাকায় এভারকেয়ার হাসপাতালের গেটের সামনে খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থার বিষয়ে ব্রিফে এসব কথা বলেন তিনি।

দলের চেয়ারপরসন বেগম খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি। ডা. জাহিদ বলেন, সবার দোয়ায় বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে উঠবেন, ইনশাআল্লাহ।

এ সময় তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত বিষয়ে ‘আমি এবং সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ ছাড়া কারো কোনো কথায় কান দেবেন না’।

এ সময় তিনি খালেদা জিয়ার জন্য দোয় চান। এছাড়াও তিনি বলেন, আমরা আশা করি এ যাত্রায় তিনি বেচেঁ ফিরবেন আমাদের কাছে।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!