বাউলশিল্পীকে ‘পরোক্ষ সমর্থন’ ফখরুলের, অভিযোগ তুলে ওলামা দল নেতার পদত্যাগ

মির্জা ফখরুল, বাউল আবুল সরকার ও মুফতি মুস্তাফিজুর রহমান
মির্জা ফখরুল, বাউল আবুল সরকার ও মুফতি মুস্তাফিজুর রহমান  © টিডিসি সম্পাদিত ও সংগৃহীত

বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ওলামা দল থেকে পদত্যাগ করেছেন ফরিদপুর জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক ও নগরকান্দা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মুফতি মুস্তাফিজুর রহমান। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাউল আবুল সরকারের সাম্প্রতিক এক বক্তব্যকে ‘পরোক্ষ সমর্থন’ দিয়েছেন; এ অভিযোগ তুলে তিনি পদত্যাগের ঘোষণা দেন।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মুফতি মুস্তাফিজুর রহমান তার পদত্যাগের বিষয়টি জানান। বিবৃতিতে তিনি বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভণ্ড বাউলের পক্ষ নেওয়ায় আমি পদত্যাগ করছি।

আরও পড়ুন: ‘মেক দ্য ডিফারেন্স’ প্রত্যয়ে ব্র্যাক ইউনিভার্সিটির ১৭তম সমাবর্তন, ডিগ্রি পেলেন ২০৫৫ গ্র্যাজুয়েট

তিনি আরও উল্লেখ করেন, বিএনপি মহাসচিব বাউলের ওই বক্তব্যকে সমর্থন জানানোয় আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একইসঙ্গে দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অনুরোধ করছি, এই ঘটনায় দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য।

তারেক রহমানকে উদ্দেশ করে তিনি আরও লিখেন, বিএনপিকে কোন উদ্দেশ্যে ও কার স্বার্থে ইসলামের মুখোমুখি দাঁড় করানো হচ্ছে, সে বিষয়েও আপনার দৃষ্টি ও তদন্ত কামনা করছি।

পদত্যাগের কারণ জানতে চাইলে মুফতি মুস্তাফিজুর রহমান বলেন, বিএনপি মহাসচিবের বাউল আবুল সরকারের বক্তব্যের প্রতি ‘পরোক্ষ সমর্থন’ তাকে মর্মাহত করেছে, তাই তিনি স্বেচ্ছায় দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। তিনি জানান, বিষয়টি তিনি তার ফেসবুক আইডিতে পোস্ট এবং প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করেছেন।


সর্বশেষ সংবাদ