আখতারকে ক্ষমা চাইতে ১ ঘণ্টা সময় দিলেন বহিষ্কৃত সেই নেতা, নইলে ‘অ্যাকশন’

১৪ নভেম্বর ২০২৫, ০৯:০১ PM , আপডেট: ১৪ নভেম্বর ২০২৫, ০৯:১৫ PM
আখতার হোসনে ও মুনতাসির মাহমুদ

আখতার হোসনে ও মুনতাসির মাহমুদ © সংগৃহীত ও সম্পাদিত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনকে ভুল স্বীকার করে নিঃশর্ত ক্ষমা প্রার্থনার জন্য ১ ঘণ্টা সময় বেঁধে দিয়েছেন বহিষ্কৃত নেতা মুনতাসির মাহমুদ। নইলে ‘অ্যাকশন’ হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

শুক্রবার রাত ৮টা ১৬ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া একটি পোস্টে মুনতাসির মাহমুদ লিখেছেন, ‘এনসিপির সদস্যসচিব আখতার হোসেনকে ভুল স্বীকার করে আমার কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনার জন্য শেষ ১ ঘন্টা সময় দেওয়া হলো। নইলে.. অ্যাকশন।’

আরও পড়ুন: ‘এনসিপির প্রতি সবিনয় আবেদন, আমি হাফেজ মুনতাসির সমকামী নই, এটা পরিষ্কার করে বিবৃতি দেন’

এর আগে গত ৫ নভেম্বর সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের দায়ে কেন্দ্রীয় সংগঠক মুনতাসির মাহমুদকে স্থায়ীভাবে অব্যাহতি দেয় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দপ্তর সেল থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ১২ অক্টোবর এক শোকজ নোটিশের মাধ্যমে মুনতাসির মাহমুদকে সাময়িক অব্যাহতি দেওয়া হয় এবং তাকে কেন স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হবে না—সে বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়।

পরে ১৪ অক্টোবর তিনি লিখিত জবাব দেন। তবে তার ব্যাখ্যা সন্তোষজনক না হওয়ায় এবং একাধিকবার সতর্ক করা সত্ত্বেও সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের নির্দেশে তাকে স্থায়ীভাবে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, জুলাই গণঅভ্যুত্থানের পর মুনতাসির মাহমুদ রেড ক্রিসেন্ট সোসাইটিতে উপপরিচালক পদে যোগ দেন। সংস্থাটির ব্যবস্থাপনা পর্ষদে তখন উপদেষ্টা মাহফুজের ভাই মাহবুব আলমও সদস্য ছিলেন। রেড ক্রিসেন্টে মুনতাসিরের চাকরি ছিল অস্থায়ী। সম্প্রতি রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. আজিজুল ইসলামের বিরুদ্ধে আওয়ামী লীগপন্থীদের পুনর্বাসনের অভিযোগ তুলে একদল লোক নিয়ে সংস্থার মগবাজার কার্যালয়ে বিক্ষোভ করেন মুনতাসির মাহমুদ। ওইদিনই তাকে এনসিপি থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয় এবং একই দিনে রেড ক্রিসেন্টের চাকরিও হারান তিনি।

‘রায় শিক্ষার্থীদের পক্ষে না এলে ক্যাম্পাস কমপ্লিট শাটডাউন ঘ…
  • ২১ জানুয়ারি ২০২৬
সরকারের প্রচারণা গণভোটের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করছে: বিএ…
  • ২১ জানুয়ারি ২০২৬
‘কড়াইল বস্তিতে ফ্ল্যাট করার কথা বলে তারেক রহমান নির্বাচনী প…
  • ২১ জানুয়ারি ২০২৬
‘চিহ্নিত সন্ত্রাসী নিয়ে ক্যাম্পেইন করে বিপদে পড়বেন কিনা, সে…
  • ২১ জানুয়ারি ২০২৬
বিএনপির বিদ্রোহী প্রার্থী ফিরোজ যে প্রতীক পেলেন
  • ২১ জানুয়ারি ২০২৬
‘গুচ্ছ ভর্তিতে শীর্ষ ২০-এ থাকব ভেবেছিলাম, হলাম প্রথম’
  • ২১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9