এনসিপি অফিসের সামনে ককটেল বিস্ফোরণ, আটক ৫
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১১ নভেম্বর ২০২৫, ১২:৫৯ AM , আপডেট: ১১ নভেম্বর ২০২৫, ০১:২১ AM
রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এর মধ্যে একটি অবিস্ফোরিত অবস্থায় রয়েছে। আজ সোমবার (১০ নভেম্বর) রাত ১১টার দিকে বাংলামোটরে এনসিপির কার্যালয় রূপায়ন টাওয়ারের সামনে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মিডিয়া সেল সম্পাদক মুশফিক উস সালেহীন বলেন, বাংলামোটরে এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ হয়েছে। এসময় ৫টি ককটেল মারা হয় যার মধ্যে ১টি বিস্ফোরিত হয়নি। ককটেল মেরে মোটর সাইকেলযোগে পালানোর সময় নিক্ষেপকারী দুইজনকে ধাওয়া দিয়ে আটক করেছে এনসিপির নেতাকর্মীরা। তাদেরকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
এ ছাড়াও সন্দেহভাজন আরও ৩ জনসহ মোট ৫ জনকে আটক করেছে এনসিপি নেতাকর্মীরা। সবাইকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।