নতুন আঙ্গিকে বিএনপির ওয়েবসাইট, দেওয়া যাবে অনুদানও

০৩ নভেম্বর ২০২৫, ০৯:৩৫ AM
নতুন আঙ্গিকে যাত্রা শুরু হয়েছে বিএনপির ওয়েবসাইটের

নতুন আঙ্গিকে যাত্রা শুরু হয়েছে বিএনপির ওয়েবসাইটের © টিডিসি সম্পাদিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ওয়েবসাইটের নতুন আঙ্গিকে যাত্রা শুরু হয়েছে। এতে দলের ইতিহাস, ভিশন, মিশন, অঙ্গ ও সহযোগী সংগঠনের তথ্যসহ অনেক বিষয় নতুন করে সংযোজন করা হয়েছে। পাশাপাশি এ ওয়েবসাইটের মাধ্যমে নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা অনুদান কিংবা চাঁদাও দিতে পারবেন।

দলটির ওয়েবসাইট (https://bnpbd.org/) চালুর পর নেতাকর্মীরা বিষয়টি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে ফেসবুকে পোস্ট দিচ্ছেন। বিশেষ অনুদান দেওয়ার বিষয়টি সবার আগ্রহের কেন্দ্রে রয়েছে। এর মাধ্যমে একজন একবারে সর্বোচ্চ ১০ হাজার টাকা অনুদান বা চাঁদা দিতে পারবেন। এতে দলের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আসবে বলে তারা মনে করছেন। এর মাধ্যমে নতুন সদস্যও নিবন্ধন করা যাবে।

ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি এবং জিয়া স্মৃতি পাঠাগারের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাসান আল আরিফ লিখেছেন, কিছু কিছু বিষয়ে খুব বেশি এক্সাইটমেন্ট কাজ করে। আজকে এমনই একটি ঘটনা ঘটে গেল। আর নতুন করে লুফে নিলাম। ঘটনাটা হল- বিএনপির নতুন পরিসরের ওয়েবসাইট। https://bnpbd.org/

নতুন সংশোধিত আরপিও এ্যাক্ট  (Representation of people's order) অনুযায়ী, কোন ব্যক্তি চাইলে যে কোন রাজনৈতিক দলকে প্রতি পঞ্জিকা বছরে সর্ব্বোচ্চ ১০ লাখ টাকা দান, চাঁদা, অনুদান দিতে পারবেন এবং কোনও প্রতিষ্ঠান দিতে পারবে সর্ব্বোচ্চ ৫০ লাখ টাকা। 

আরও পড়ুন: কুয়েট সংলগ্ন বিএনপি নেতার অফিসে বোমা হামলা-গুলি বর্ষণ, শিক্ষক নিহত

রাজনৈতিক দলে অর্থায়ন প্রক্রিয়া স্বচ্ছ হলে দল জনবান্ধব হয়। চাঁদা বা অনুদানের ক্ষেত্রে দেশের অভ্যন্তরীণ অর্থায়নের তুলনায় প্রবাসীদের অর্থায়ন অস্বচ্ছ হবার সম্ভাবনা বেশি থাকে। প্রবাসী সমর্থকদের বিষয়টি মাথায় রেখে বিএনপি আজকে দলীয় ওয়েব সাইটে নতুন সদস্য ও সদস্যপদ নবায়ন প্রক্রিয়া ডিজিটালাইজড করেছে এবং একইসাথে ডিজিটাল পেমেন্ট গেটওয়ে চালু করেছে।

তিনি জানান, উদ্দেশ্যপ্রণোদিত, সন্দেহজনক বা অবৈধ অর্থায়ন বন্ধে এখানে ডোনেশন করার ক্ষেত্রে কিছু রেস্ট্রিকশন দেয়া হয়েছে। সদস্য নবায়নের ক্ষেত্রে ১০ ডলারের বেশি এবং ডোনেশনের ক্ষেত্রে ১০০ ডলারের বেশি কেউ পেমেন্ট করতে পারবেন না। এরকম স্বচ্ছ ও সুন্দর পদক্ষেপ নেয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানান তিনি।

কল্পনাও করিনি গানটি এত সমাদৃত হবে— দাঁড়িপাল্লার গান নিয়ে যা…
  • ১৬ জানুয়ারি ২০২৬
ইউআইইউতে টেকসই উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • ১৬ জানুয়ারি ২০২৬
আইইউবিএটির ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • ১৬ জানুয়ারি ২০২৬
ঢাবি শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্…
  • ১৬ জানুয়ারি ২০২৬
ডিআইএমএফএফ ও ইনফিনিক্সের উদ্যোগে ‘প্রাউড বাংলাদেশ’ মোবাইল ফ…
  • ১৬ জানুয়ারি ২০২৬
বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা চট্টগ্…
  • ১৬ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9