জুলাই সনদের আইনি ভিত্তি না থাকলে এটি গণপ্রতারণা: নাহিদ ইসলাম

১৮ অক্টোবর ২০২৫, ০৩:০৪ PM
এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম

এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম © ফাইল ছবি

জুলাই সনদের যদি কোনো আইনি ভিত্তি না হয়, এর মূল্য ও অর্থ তৈরি হবে না বলে মনে করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম। জুলাই সনদের স্বাক্ষরকে কেবলই আনুষ্ঠানিকতা আখ্যা দিয়েছেন তিনি। শনিবার (১৮ অক্টোবর) দুপুর ১২টায় রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নাহিদ ইসলাম। এ সময় দলের সদস্যসচিব আখতার হোসেনসহ জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন। 

নাহিদ ইসলাম বলেন, ‘এ কথা আমরা এর আগেও বলেছি। আবারও পুনর্ব্যক্ত করেছি। ফলে আমরা আনুষ্ঠানিকতায় অংশ নেইনি। এর আইনি ভিত্তি তৈরি না হলে এটা কেবল আনুষ্ঠানিকতাও থাকবে না। এটি একটি গণপ্রতারণা ও জাতির সাথে প্রহসন হবে।’

জুলাই সনদ সই অনুষ্ঠানের আগে আন্দোলনরতদের ওপর পুলিশের হামলার ঘটনা নিয়ে তিনি বলেন, ‘সেখানে জুলাইযোদ্ধা যারা ছিলেন, শহীদ পরিবারদেরকে কীভাবে অবমাননা করা হয়েছে এবং জনগণের সাথে কোনো ধরনের সম্পর্ক বা সংশ্লিষ্টতা ছিল না। জনগণের আকাঙ্ক্ষার কোনো বাস্তবায়ন বা প্রতিফলন অনুষ্ঠানে ঘটেছে বলে মনে করি না।’

একটি সংবিধানের মতো গুরুত্বপূর্ণ বিষয় আমরা যদি পরিবর্তন করতে চাই, তার অবশ্যই একটি আইনি ভিত্তি প্রয়োজন বলে মনে করেন তিনি। তার ভাষ্য, ‘৭২-এর সংবিধান যাতে পরিবর্তন না হয়, পুরনো ফ্যাসিস্ট কাঠামো যাতে রয়ে যায়- সে জন্য নানান অপচেষ্টা দেশের ভেতরে, বাইরে থেকে করা হচ্ছে। বিগত ফ্যাসিস্ট কাঠামের সুবিধাভোগীদের চাপের কারণে কিছু রাজনৈতিক দল আপস করেছে।

আরও পড়ুন: চার দাবিতে আন্দোলনে নামছেন এইচএসসির ফল পাওয়া শিক্ষার্থীদের একাংশ!

ফ্যাসিস্ট কাঠামোটাকে টিকিয়ে রাখতে নানাভাবে চেষ্টা করেছে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, ‘জাতীয় নাগরিক পার্টিসহ কিছু রাজনৈতিক দল এবং অভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র-জনতার চাপেই সরকার ঐক্যমত কমিশন গঠন, সংস্কার প্রক্রিয়া নিয়ে আলোচনা ও জুলাই সনদ পর্যন্ত এসেছে। জুলাই জাতীয় সনদে সই করা দলগুলো নিয়ে এনসিপির কোনো আপত্তি নেই। তারা করেছে তাদের বিবেচনায়। কিন্তু আমরা বলছি, এটার আইনি ভিত্তি দিতে হবে। এছাড়া এর কোন অর্থ থাকবে না।’

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান ঘিরে পুলিশের হামলার ঘটনায় বিচার দাবি করেছে এনসিপি। পাশাপাশি আহত জুলাই যোদ্ধাদের ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের দেওয়া বক্তব্য প্রত্যাহার ও তাঁকে ক্ষমা চাওয়ার আহবান জানিয়েছেন নাহিদ ইসলাম।

জামায়াতের জরুরি বৈঠকে যে সিদ্ধান্ত নেওয়া হলো
  • ১৭ জানুয়ারি ২০২৬
মেয়েকে নিয়ে মায়ের খালে ঝাঁপ, মায়ের বিরুদ্ধে দাদির মামলা
  • ১৭ জানুয়ারি ২০২৬
মধ্যপ্রাচ্যে এয়ারক্রাফট ক্যারিয়ার পাঠিয়েছে যুক্তরাষ্ট্র
  • ১৭ জানুয়ারি ২০২৬
ময়মনসিংহে স্বাস্থ্য কর্মকর্তা ও এনসিপি নেতার পাল্টাপাল্টি ম…
  • ১৭ জানুয়ারি ২০২৬
রাবির ‘এ’ ইউনিটের প্রথম শিফটের ভর্তি পরীক্ষার প্রশ্ন দেখুন …
  • ১৭ জানুয়ারি ২০২৬
৭ কলেজ সমস্যা সমাধানে আমার প্রস্তাব
  • ১৭ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9