শিক্ষকদের যৌক্তিক দাবি অবশ্যই মেনে নিতে হবে: সারজিস

সারজিস আলম
সারজিস আলম  © টিডিসি সম্পাদিত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, শিক্ষকদের দুর্দশাগ্রস্ত রেখে জাতির অগ্রগতি কখনোই সম্ভব নয়। আমাদের সম্মানিত শিক্ষকদের যৌক্তিক দাবি অবশ্যই মেনে নিতে হবে। আজ বুধবার (১৫ অক্টোবর) বিকেলে ফেসবুকের এক স্ট্যাটাসে এ দাবি জানান সারজিস আলম। 

জানা গেছে, মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া দেওয়াসহ তিন দাবিতে লং মার্চ টু যমুনা কর্মসূচি ঘোষণা দিয়েছেন আন্দোলনরত এমপিওভুক্ত বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষকরা। আজ রাতের মধ্যে যদি প্রজ্ঞাপন জারি করা না হয় আগামীকাল বৃহস্পতিবার বেলা ১২টায় এই কর্মসূচি শুরু করবেন তারা।

জানা যায়, আজ দুপুর দুইটার আগে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পদযাত্রা শুরু করলে শাহবাগ মোড়ে পৌঁছানোর আগেই পুলিশ ব্যারিকেড দিয়ে শিক্ষকদের থামানোর চেষ্টা করে। তবে শিক্ষকরা সেই ব্যারিকেড ভেঙে দুপুর ২টার পরপরই শাহবাগ মোড়ে এসে অবস্থান নেন।

এরপর সেখানে তারা বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে সেখানে স্লোগান দিচ্ছেন ও কর্মসূচি চালিয়ে যান। তিন ঘণ্টা পর বিকেল ৫টার আগে তারা শাহবাগ মোড়ের অবরোধ তুলে নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে ফিরে যান।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!