এক হাজার টাকার বিনিময়ে বিএনপি কর্মীকে হত্যাচেষ্টা, অতঃপর...

বিএনপির কর্মীকে হত্যা চেষ্টা
বিএনপির কর্মীকে হত্যা চেষ্টা  © সংগৃহীত

নরসিংদীর রায়পুরায় মাত্র এক হাজার টাকায় বিএনপির এক কর্মীকে হত্যার পরিকল্পনার অভিযোগে শফিক মিয়া (২৭) নামের এক যুবককে আটক করেছে এলাকাবাসী। শনিবার (২৭ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার মরজাল এলাকায় এ ঘটনা ঘটে। পরদিন রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরে স্থানীয়রা শফিককে পুলিশে সোপর্দ করে।

আটক শফিক মিয়া বেলাব উপজেলার উজিলাব গ্রামের হযরত আলীর ছেলে। স্থানীয়দের অভিযোগ, তিনি মাদকাসক্ত এবং নানা অপরাধে জড়িত। জিজ্ঞাসাবাদে শফিক জানান, মরজাল এলাকার কৃষক মো. মিস্টার মিয়াকে হত্যার জন্য স্থানীয় যুবক অপু মিয়া তাকে এক হাজার টাকায় ভাড়া করেন। হত্যাচেষ্টায় অপুর সঙ্গে আরও তিন সহযোগী জড়িত ছিলেন—মরজালের সুমন মিয়া এবং বেলাব উপজেলার রাসেল ও তোফাজ্জল।

শফিক আরও জানায়, পরিকল্পনা অনুযায়ী তাকে বলা হয়েছিল, গভীর রাতে মিস্টারের ঘরের দরজায় টোকা দিতে। মিস্টার বের হলেই তাকে গুলি করে হত্যা করার কথা ছিল। তাদের কাছে আগ্নেয়াস্ত্রও ছিল। তবে রাতের নিস্তব্ধতায় পরিবারের সদস্যরা সজাগ হয়ে ওঠেন এবং দরজা খুলে একাধিক লোক দেখতে পেয়ে চিৎকার করেন। বাকিরা পালিয়ে গেলেও শফিক ধরা পড়ে যায়।

ভুক্তভোগীর পরিবার ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বাবুল মিয়ার ছেলে কৃষক মিস্টারের সঙ্গে একই এলাকার হাবিবুর রহমানের ছেলে অপু মিয়ার দীর্ঘদিনের বিরোধ ছিল। সেই বিরোধের জের ধরেই কিছুদিন আগে অপু ও তার সহযোগীরা মিস্টারকে মারধর করে আহত করেন। এরই ধারাবাহিকতায় পরিকল্পিতভাবে হত্যা করার জন্য শফিককে ভাড়া করা হয়। শনিবার রাতে পরিকল্পনা অনুযায়ী দরজায় টোকা দেওয়ার সময় পরিবার সতর্ক হয়ে ওঠে এবং এলাকাবাসীর সহায়তায় একজনকে আটক করতে সক্ষম হয়।

বিএনপি কর্মী মিস্টার মিয়া বলেন, ‘অপু ও তার লোকজন আমাকে হত্যার পরিকল্পনা করেছিল। একজনকে ধরে পুলিশে দিয়েছি। থানায় আমি অভিযোগও দিয়েছি।’

বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সহসম্পাদক প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুল বলেন, ‘মিস্টার আমাদের দলের সক্রিয় কর্মী। তাকে হত্যার জন্য মাত্র এক হাজার টাকায় খুনি ভাড়া করা হয়েছিল। অপু নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সদস্য ছিল। এলাকায় সন্ত্রাসী রাজত্ব করতে দেওয়া হবে না। আমরা জড়িত সবাইকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।’

ঘটনার বিষয়ে জানতে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আদিল মাহমুদ সাথে যোগাযোগ করা হলেও তার সাড়া পাওয়া যায়নি।


সর্বশেষ সংবাদ