ঢাকায় জামায়াতসহ সাত দলের বিক্ষোভ মিছিল আজ, কোন দল কোথায়

১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৫ AM
ঢাকায় জামায়াতসহ সাত দলের বিক্ষোভ মিছিল আজ

ঢাকায় জামায়াতসহ সাত দলের বিক্ষোভ মিছিল আজ © টিডিসি সম্পাদিত

ফেব্রুয়ারি ঘোষণায় গৃহীত ‘জুলাই সনদ’-এর পূর্ণ বাস্তবায়নসহ কয়েকটি দাবিতে রাজধানী ঢাকায় আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) একযোগে বিক্ষোভ মিছিল করবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন সাতটি রাজনৈতিক দল। বিক্ষোভের আগে বায়তুল মোকাররম, জাতীয় প্রেসক্লাব, বিজয়নগরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হবে। এসব কর্মসূচি বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত চলবে।

বিক্ষোভে অংশ নেওয়া দলগুলো হলো—বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন ও জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)। সাতটি দলের কেউ পাঁচ দফা, কেউ ছয় বা সাত দফা দাবি উপস্থাপন করলেও, সবার প্রধান দাবি একই—জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন ও তার ভিত্তিতে জাতীয় নির্বাচন আয়োজন। আজ বৃহস্পতিবার ঢাকায় বিক্ষোভ মিছিলের মাধ্যমে এই কর্মসূচির সূচনা হচ্ছে। আগামীকাল শুক্রবার বিভাগীয় শহরে এবং ২৬ সেপ্টেম্বর দেশের সব জেলা ও উপজেলায় বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করবে দলগুলো।

দাবিগুলোর মধ্যে রয়েছে—জাতীয় সংসদের উভয় কক্ষে (কেউ কেউ উচ্চকক্ষে) সংখ্যানুপাতিক (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি চালু, সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করে অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন, বিগত সরকারের ‘গণহত্যা, জুলুম ও দুর্নীতির’ বিচার এবং জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করার আহ্বান।

আরও পড়ুন: জামায়াতকে দিল্লি কোন চোখে দেখবে?

বিকেল সাড়ে চারটায় বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ ফটকে সমাবেশ করে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা। এতে বক্তব্য দেন দলের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ কেন্দ্রীয় ও মহানগর নেতারা। দলটির ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ জানান, মিছিলটি পুরানা পল্টন, প্রেসক্লাব, মৎস্য ভবন হয়ে শাহবাগ পর্যন্ত যেতে পারে।

এর আগে জোহরের নামাজের পর ইসলামী আন্দোলন বাংলাদেশ বায়তুল মোকাররম মসজিদের উত্তর প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল করে। এতে নেতৃত্ব দেন দলের জ্যেষ্ঠ নায়েবে আমির সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। দলটির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।

আসর নামাজের পর বায়তুল মোকাররম মসজিদের উত্তর ফটকের সামনে বিক্ষোভ করে বাংলাদেশ খেলাফত মজলিস। দলটির মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ এক বিবৃতিতে কর্মসূচিতে সবার অংশগ্রহণ কামনা করেন।

একই সময়ে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ করে খেলাফত মজলিস। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দলের মহাসচিব আহমদ আবদুল কাদের। একই স্থানে বিক্ষোভ মিছিল করে বাংলাদেশ খেলাফত আন্দোলন এবং বাংলাদেশ নেজামে ইসলাম পার্টিও।

জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) বিকেল সাড়ে চারটায় বিজয়নগর পানির ট্যাংকের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করে।

অর্থ আত্মসাতের অভিযোগে জাবির পরিবহন অফিসের কর্মচারী বরখাস্ত…
  • ১৮ জানুয়ারি ২০২৬
ফয়জুল করীমের আসনে জামায়াতের প্রার্থী না দেওয়া নিয়ে যা বলছে …
  • ১৮ জানুয়ারি ২০২৬
পুরান ঢাকায় জবির সাবেক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ১৮ জানুয়ারি ২০২৬
আমির হামজার বিরুদ্ধে ইবি ছাত্রদল নেতার মামলা
  • ১৮ জানুয়ারি ২০২৬
ইসির ওপর আস্থা নেই, এনসিপি নির্বাচনে অংশ নেবে কিনা ভাবার সম…
  • ১৮ জানুয়ারি ২০২৬
যৌথবাহিনীর অভিযানে ইয়াবাসহ জামাই-শ্বশুর গ্রেপ্তার
  • ১৮ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9