সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জামায়াত নেতা বহিষ্কার 

মাওলানা মো. আব্দুল্লাহ বাদশা
মাওলানা মো. আব্দুল্লাহ বাদশা  © টিডিসি

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামী নালিতাবাড়ী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড সভাপতি ও কর্মী মাওলানা মো. আব্দুল্লাহ বাদশাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বিষয়টি দলীয় মহলে আলোচনার জন্ম দিয়েছে।

দলীয় সূত্র জানায়, বাংলাদেশ জামায়াতে ইসলামী নালিতাবাড়ী উপজেলা শাখার পরামর্শক্রমে এবং নালিতাবাড়ী পৌরসভা শাখার ১১ আগস্ট ২০২৫ তারিখের কর্মপরিষদ বৈঠকের সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে এই বহিষ্কারাদেশ দেওয়া হয়। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের প্রমাণ পাওয়ার পরই এ সিদ্ধান্ত কার্যকর করা হয়।

এ বিষয়ে নালিতাবাড়ী পৌর জামায়াত শাখার সেক্রেটারি মো. আব্দুল মোমেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ জামায়াতে ইসলামী সকল পর্যায়ের নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের বহিষ্কৃত মাওলানা মো. আব্দুল্লাহ বাদশার সঙ্গে কোনরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য অনুরোধ করা হচ্ছে।

দলীয় অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষার স্বার্থে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

দলীয় নেতাদের মতে, সাংগঠনিক কার্যক্রমের সুষ্ঠুতা বজায় রাখা এবং দলের ভাবমূর্তি রক্ষার জন্য প্রয়োজনীয় ক্ষেত্রে শৃঙ্খলাভঙ্গের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করা হবে।


সর্বশেষ সংবাদ