গাজীপুর-২ আসনে জামায়াত প্রার্থীর বর্ণাঢ্য মোটরসাইকেল শোডাউন

জামায়াত প্রার্থীর বর্ণাঢ্য মোটরসাইকেল শোডাউন
জামায়াত প্রার্থীর বর্ণাঢ্য মোটরসাইকেল শোডাউন  © টিডিসি ফটো

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গাজীপুর-২ (টঙ্গী ও গাজীপুর সদর আংশিক) আসনে রাজনৈতিক তৎপরতা জোরদার হয়েছে। শনিবার (১৪ জুন) সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুহাম্মদ হোসেন আলীর নেতৃত্বে একটি বর্ণাঢ্য মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়।
 
শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়াম থেকে সকাল ৯টা ৩০ মিনিটে শুরু হওয়া এ শোডাউনে শত শত মোটরসাইকেল আরোহী নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। শোডাউনটি টঙ্গী ও আশপাশের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
 
জামায়াতের কেন্দ্রীয় শূরা সদস্য, গাজীপুর মহানগরের নায়েবে আমীর এবং মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মুহাম্মদ হোসেন আলী এ কর্মসূচির মাধ্যমে ভোটারদের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনের চেষ্টা করেন। শোডাউনের বিভিন্ন স্থানে তিনি সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে তাঁর উন্নয়ন ভাবনা ও রাজনৈতিক অঙ্গীকার তুলে ধরেন।
 
আয়োজকরা জানান, নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আয়োজিত এ শোডাউন স্থানীয় জনসাধারণের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। তারা জানান, শোডাউনের মাধ্যমে এলাকাবাসীর মাঝে নতুন উদ্দীপনার সৃষ্টি হয়েছে।
 
এদিকে, নির্বাচনী মাঠে প্রধান প্রধান দলগুলোর পাশাপাশি জামায়াতের এমন সরব উপস্থিতি স্থানীয় পর্যায়ে আলোচনার জন্ম দিয়েছে।


সর্বশেষ সংবাদ