নিজের জীবন দিয়ে ফ্যাসিবাদের মসনদে প্রথম পেরেক মেরেছিল আবু সাইদ : শিমুল বিশ্বাস

১৬ জুলাই ২০২৫, ০৯:৫৫ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:২৯ PM
মতবিনিময় সভায় বক্তব্য দিচ্ছেন শিমুল বিশ্বাস। বুধবার বিকেলে পাবনার ফরিদপুর মুক্তমঞ্চে 

মতবিনিময় সভায় বক্তব্য দিচ্ছেন শিমুল বিশ্বাস। বুধবার বিকেলে পাবনার ফরিদপুর মুক্তমঞ্চে  © টিডিসি

বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী ও কেন্দ্রীয় শ্রমিক দলের সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, গত বছরের আজকের এই দিনে (১৬ জুলাই) উত্তরবঙ্গের গর্বিত সন্তান শহীদ আবু সাঈদ নিজের জীবন দিয়ে ফ্যাসিবাদীদের মসনদে প্রথম পেরেক মেরেছিল। পুরো দেশের মানুষ ফুলেফেঁপে উঠেছিল। দেশের পরিস্থিতি মুহূর্তেই পাল্টে যায়।

বুধবার (১৬ জুলাই) বিকেলে পাবনার ফরিদপুরের মুক্তমঞ্চে পাবনা-৩ আসনের নির্বাচনী এলাকার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিমুল বিশ্বাস বলেন, শেখ হাসিনার পলায়নের মাধ্যমে ভারতীয় আধিপত্যবাদ দূর হয়েছে। এই দেশের মানুষ আর ভারতের তাঁবেদার করতে চায় না। দেশ এখন মুক্ত স্বাদ গ্রহণ করছে। ২৪ এর গণঅভ্যুত্থানের শহীদরা রক্ত দিয়ে দেশকে উন্নন শিখড়ে পৌঁছে দিয়েছেন। 

তিনি বলেন, দেশ গঠনের জন্য শহীদ জিয়া জীবন উৎসর্গ করে গেছেন, তারই স্ত্রী আপসহীন নেত্রী খালেদা জিয়া, তাদের সুযোগ্য সন্তান তারেক রহমান প্রবাসে রয়েছেন, তিনি দুখী মানুষের মুখে হাসি ফুটাবেন বলে দেশের আপামর জনগণ অপেক্ষা করছেন। আগামী দিনে বিএনপির নেতৃত্বে সোনালী অধ্যায় রচিত হবে।

বিএনপির এই নেতা বলেন, ‘কালো মেঘ নিরসন করে আমাদের ঐতিহাসিক দায়িত্ব পালন করতে হবে। ধানের শীষকে বিজয়ী করতে দলমত সবাইকে আহ্বান জানাচ্ছি। যারা নির্বাচন করার আগ্রহ প্রকাশ করতে চেয়েছিলেন, ঐক্যের প্রতীক হিসেবে এক কাতারে আসার আহবান জানাই। আমরা বিজয় লাভ করব ইনশাআল্লাহ।’

আরও পড়ুন: সেই বিসিএসই সরকারের পতন ঘটিয়েছে: কামরুল হাসান মামুন

বিএনপি থেকে কেন্দ্রীয় কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জামিল তুহিনকে পাবনা-৩ আসনে প্রাথমিকভাবে মনোনীত করায় এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় কৃষিবিদ হাসান জাফির তুহিন পাবনা-৩ আসনে সাধারণ মানুষের জন্য কাজ করা প্রত্যয় ব্যক্ত করেন। এ জন্য তিনি সবাইকে তার পাশে দাঁড়ানোর আহ্বান জানান। 

ফরিদপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি জহুরুল ইসলাম বকুলের সভাপতিত্বে ও পৌর বিএনপির সদস্য সচিব এনামুল হকের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম আলিম, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মামুনুর রশিদ খান।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পাবনা জেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট মাসুদ খন্দকার, যুগ্ম আহ্বায়ক আনিছুল হক বাবু, আবু ওবায়দা শেখ তুহিন, নূর মোহাম্মদ মাসুম বগা, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদুন্নবী স্বপন, ফরিদপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ আবদুল দাঈয়ান মঞ্জু, কৃষক দলের পাবনা জেলা সভাপতি আবুল হাশেম, পাবনা জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবদুল গফুর, পাবনা পৌর বিএনপির সাবেক সদস্য সচিব ডা. আহমেদ মোস্তফা নোমান, জেলা যুবদলের আহ্বায়ক ইলিয়াস আহমেদ হিমেল রানাসহ পাবনার চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুরের বিভিন্ন পর্যায়ের নেতারা।

জলবায়ু ন্যায্যতা নিশ্চিত করতে চকরিয়া সুন্দরবন পুনঃপ্রতিষ্ঠা…
  • ১০ জানুয়ারি ২০২৬
সিটি ব্যাংকে চাকরি, কর্মস্থল ঢাকা, আবেদন স্নাতক পাসেই
  • ১০ জানুয়ারি ২০২৬
‎জকসুতে সম্পাদকীয় পদে সর্বোচ্চ ভোট পেয়েছেন শিবিরের ইব্রাহী…
  • ১০ জানুয়ারি ২০২৬
খালেদা জিয়ার দোয়া মাহফিলে বক্তব্য দেওয়া নিয়ে নেতাকর্মীদের হ…
  • ১০ জানুয়ারি ২০২৬
ঢাবির অধীন নিটোরে ভর্তি আবেদন শুরু আজ, করবেন যেভাবে
  • ১০ জানুয়ারি ২০২৬
স্মার্টফোনের কারণে যেসব সমস্যা হতে পারে চোখে
  • ১০ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9