মহিলা দল নেত্রীকে মারধর, ইউনিয়ন বিএনপির সেক্রেটারি বহিষ্কার

ইব্রাহিম হাওলাদার
ইব্রাহিম হাওলাদার  © সংগৃহীত

ভোলার তজুমদ্দিনের চাঁচড়া ইউনিয়ন মহিলা দল সভানেত্রী মালেকা বেগমকে নির্মমভাবে মারধরের দায়ে একই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম হাওলাদারকে বহিষ্কার করা হয়েছে। আজ শুক্রবার (৪ জুন) বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানান। 

রুহুল কবির রিজভী বলেন, তজুমদ্দিন উপজেলাধীন চাঁচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম হাওলাদারকে বহিষ্কার করা হয়েছে। সে কয়েকজন দুষ্কৃতিকারীকে সঙ্গে নিয়ে আমাদের মহিলা দলেরই ইউনিয়ন সভাপতিকে মারধর করেছে। এটা কত বড় অনৈতিক ও কাপুরোষিত কাজ। তাকে আজকে বহিষ্কার করা হয়েছে।

প্রসঙ্গত, ভিজিএফ ত্রাণের তালিকা নিয়ে স্থানীয় ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা রিয়াজ উদ্দিনের সঙ্গে গত মাসে মালেকা বেগমের মতবিরোধ হয়। ইউনিয়নের নয়টি ওয়ার্ডের জন্য ১০০ জন সুবিধাভোগীর তালিকা চাইলেও কর্মকর্তা তা কমিয়ে দিতে বলেন। বিষয়টি নিয়ে তিনি পুনরায় ইউনিয়ন পরিষদ অফিসে গেলে পরিকল্পিতভাবে তার ওপর পাশবিক হামলা চালানো হয়।

মালেকা বেগম ও প্রত্যক্ষদর্শীরা সেসময় জানিয়েছেন, চাঁচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম হাওলাদার, ইউনিয়ন পরিষদের কয়েকজন কর্মচারী এবং দলের কিছু মহিলা সমর্থক তাকে ইউনিয়ন পরিষদ ভবনের ভেতরে টেনে নিয়ে যান। সেখানেই রশি দিয়ে হাত-পা বেঁধে মুখ, মাথা ও পিঠে এলোপাতাড়ি মারধর করা হয়। শত শত মানুষের সামনে তাকে উলঙ্গ করে শারীরিক ও মানসিকভাবে লাঞ্ছিত করা হয়।

এ ঘটনার পরিপ্রেক্ষিতে মামলা দায়ের হলেও তজুমদ্দিন থানা পুলিশ এখনও অপরাধীদের গ্রেপ্তার করতে পারেনি। প্রাণভয়ে মালেকা বেগম বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন বলে জানা গেছে। অন্যদিকে নির্মমভাবে মারধরের পরও উল্টো ভুক্তভোগীদের হয়রানি করতে পাল্টা মামলা করা হয়েছে বলে জানা যায়।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence