ফাতিমার উকুন দূর করার গল্প শুনলেন জারা

তাসনিম জারার কোলে ছোট্ট ফাতিমা
তাসনিম জারার কোলে ছোট্ট ফাতিমা  © সংগৃহীত

লালমনিরহাটের মিশন মোড়ে পথসভায় এক আবেগঘন মুহূর্তের সাক্ষী হলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ও চিকিৎসক তাসনিম জারা। সেখানেই দেখা হলো পাঁচ বছরের ছোট্ট ফাতিমার সঙ্গে। শুনলেন তার উকুন দূর করার গল্প। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লিখেছেন জারা।

বলেছেন, ‘ফাতিমার বয়স মাত্র পাঁচ। লালমনিরহাটের পথসভায় ওর বাবা ওকে কাঁধে করে নিয়ে এসেছিলেন। উনি বললেন যে, ফাতিমা আমার উকুন দূর করার ভিডিও দেখে উনাকে বলেছিল ওর জন্য সেই উকুন মারার শ্যাম্পু নিয়ে আসতে। শ্যাম্পু ব্যবহার করার পর এখন ওর মাথায় আর উকুন নাই।’

গল্প শুনে অভিভূত জারা লিখেন, গল্পটা সামনাসামনি শুনে এত ভালো লেগেছে। এই নতুন প্রজন্ম কৌতুহলী, আত্মবিশ্বাসী। দ্রুত সিদ্ধান্ত নিতে পারে। এমন একটা পৃথিবীতে ওরা বড় হচ্ছে, যেখানে প্রয়োজনীয় তথ্য ওদের হাতের মুঠোয়। আগের মত এত সহজে এই প্রজন্ম প্রতারিত হবে না। তাদের অধিকার ছিনিয়ে নিতে গেলে তারা প্রতিরোধ করবে। কারণ তারা প্রশ্ন করতে শিখছে। ফাতিমার জন্য শুভকামনা।’

প্রসঙ্গত, সম্প্রতি রাজনৈতিক সফরে উত্তরবঙ্গে অবস্থান করছেন এনসিপি নেতাকর্মীরা। সেখানেই নিয়মিত কর্মসূচিতে অংশ নিচ্ছেন জাতীয় নাগরিক কমিটির এই যুগ্ম আহ্বায়ক। 


সর্বশেষ সংবাদ