সুইস ব্যাংকে টাকাগুলো কাদের, কীভাবে জমা হয়েছে—প্রশ্ন মির্জা ফখরুলের
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২১ জুন ২০২৫, ০৮:২৮ PM , আপডেট: ২১ জুন ২০২৫, ১০:৩০ PM
এক বছরের ব্যবধানে সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে বাংলাদেশিদের জমা অর্থের পরিমাণ বেড়েছে ৩৩ গুণ। এতে অর্থের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৫৮ কোটি ৯৫ লাখ সুইস ফ্রাঁ (সুইজারল্যান্ডের মুদ্রা)। সুইস ব্যাংকে কারা টাকা জমা রেখেছে, সেগুলো কীভাবে জমা হয়েছে—এ নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (২১ জুন) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি আয়োজিত পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এ বিষয়ে কথা বলেন।
মির্জা ফখরুল বলেছেন, ‘সুইস ব্যাংকে অনেক টাকা জমা হয়েছে এই বছরের মধ্যে। জানি না এই টাকাগুলো কাদের, কবে, কীভাবে জমা হয়েছে। এই খবরটা পড়লেই প্রতিটি দেশপ্রেমিক মানুষের মনে হবে তাহলে কি কোনো পরিবর্তন হয়নি। কিন্তু আমাদের সম্পদ লুটে নিয়ে গেছে, সেই মাফিয়ারা, ফ্যাসিবাদীরা।
তিনি আরও বলেন, ২০২৪ সালে যদি হয়ে থাকে, তবে সঠিকভাবেই এসেছে যে ফ্যাসিস্ট আমলে হয়েছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ দেশটাকে ধ্বংস করে দিয়েছে। তারা নির্বাচনব্যবস্থা, রাষ্ট্রীয় কাঠামো, আমলাতন্ত্র—সব ধ্বংস করে দিয়েছে, সেগুলোকে ঠিক জায়গায় নিয়ে যেতে কাজ শুরু করেছে অন্তর্বর্তী সরকার।’
তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকার কাজ শুরু করেছে, নিঃসন্দেহে তাঁরা ইতিমধ্যে অনেক ভালো কাজ করেছেন। আমাদের পথ দেখাচ্ছেন।’
লন্ডন বৈঠকে নতুন বাংলাদেশ গঠনে আশার আলো দেখা দিয়েছে, মন্তব্য করে বিএনপির মহাসচিব বলেন, ‘গত ১০ মাসে যেসব ঘটনা ঘটেছে, তাতে সন্দিহান হয়ে পড়েছিলাম। কিন্তু অত্যন্ত আশ্বস্ত হয়েছি, যখন ড. ইউনূস ও তারেক রহমানের বৈঠকে কতগুলো বিষয়ে একমত হয়েছে দুপক্ষই। এতে আশার আলো দেখা দিয়েছে। নির্বাচনের মাধ্যমে দেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণ হবে বলে আশা প্রকাশ করছি।’
প্রসঙ্গত, ইউরোপের দেশ সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে বাংলাদেশিদের জমা অর্থের পরিমাণ এক বছরের ব্যবধানে ৩৩ গুণ বেড়েছে। জমা অর্থের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৫৯ কোটি সুইস ফ্রাঁ (সুইজারল্যান্ডের মুদ্রা)। ২০২৩ সালে এর পরিমাণ ছিল ১ কোটি ৭৭ লাখ সুইস ফ্রাঁ।