এইচআরএসএস’র প্রতিবেদন
এইচআরএসএস’র লোগো © সংগৃহীত
চলতি বছরের মে মাসে দেশে ৬০টি রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে, যাতে প্রাণ হারিয়েছেন অন্তত ৯ জন এবং আহত হয়েছেন আরও ৩৮১ জন। নিহতদের মধ্যে রয়েছেন বিএনপির ৫ জন, আওয়ামী লীগের ৩ জন ও জামায়াতের ১ জন। এ ছাড়া একই মাসে বিভিন্নভাবে নির্যাতন, হয়রানি, হুমকি ও মামলার শিকার হয়েছেন অন্তত ৯১ জন সাংবাদিক।
মানবাধিকার সংগঠন রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস) সোমবার (২ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ ও সংগঠনটির তথ্য অনুসন্ধানী ইউনিটের গবেষণার ভিত্তিতে তৈরি করা হয়েছে এই প্রতিবেদন।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, মে মাসে দেশের বিভিন্ন স্থানে গণপিটুনির ঘটনায় অন্তত ১০ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও অন্তত ২৫ জন। এছাড়া একই মাসে সাংবাদিক নির্যাতনের ঘটনায় উদ্বেগজনক তথ্য তুলে ধরা হয়। প্রতিবেদনে বলা হয়, মে মাসে অন্তত ৩১টি ঘটনায় ৯১ জন সাংবাদিক নির্যাতন, গ্রেপ্তার ও হয়রানির শিকার হয়েছেন। এর মধ্যে ৩৩ জন আহত, ৭ জন হুমকির মুখে পড়েছেন এবং ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি ৭টি মামলায় মোট ৪৮ জন সাংবাদিককে আসামি করা হয়েছে।
আরও পড়ুন: ৮০ শতাংশের কম উপস্থিতি হলে পরীক্ষা দিতে পারবে না পলিটেকনিক শিক্ষার্থীরা
নারী ও শিশু নির্যাতনের চিত্রও ভয়াবহ। মে মাসে ১৩৬ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছেন বলে জানিয়েছে এইচআরএসএস। এর মধ্যে অন্তত ৫৫ জন ধর্ষণের শিকার, যাদের মধ্যে ২৫ জনের বয়স ১৮ বছরের নিচে। আরও উদ্বেগজনক তথ্য হলো—১৪ জন নারী ও কন্যাশিশু গণধর্ষণের শিকার হয়েছেন, এবং ধর্ষণের পর হত্যা করা হয়েছে তিনজনকে।
প্রতিবেদনটিতে বলা হয়, দেশে আইনের শাসন, গণতন্ত্র ও মানবাধিকার পরিস্থিতির উন্নয়নে রাজনৈতিক দল, সাংবাদিক, সুশীল সমাজ ও নাগরিকদের অংশগ্রহণে গঠনমূলক আলোচনা জরুরি। পাশাপাশি, জনগণের মৌলিক ও সাংবিধানিক অধিকার রক্ষায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নিতে হবে।
এই পরিস্থিতির উন্নয়নে সরকারকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানায় রাইটস সাপোর্ট সোসাইটি। একই সঙ্গে দেশের সচেতন নাগরিক, সাংবাদিক, মানবাধিকারকর্মী, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং দেশি-বিদেশি মানবাধিকার সংগঠনগুলোকেও অধিকতর সক্রিয় হওয়ার আহ্বান জানায় সংগঠনটি।