আগামীকাল মুক্তি পাচ্ছেন এটিএম আজহার

২৭ মে ২০২৫, ০৫:১৮ PM , আপডেট: ২৮ মে ২০২৫, ০৫:৫০ PM
শিশির মনির ও এটিএম আজহারুল ইসলাম

শিশির মনির ও এটিএম আজহারুল ইসলাম © টিডিসি সম্পাদিত

আগামীকাল সকাল ৯টা থেকে ১০টার মধ্যে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রিজন সেল থেকে জামায়াতে ইসলামীর শীর্ষস্থানীয় নেতা এটিএম আজহারুল ইসলাম মুক্তি পাবেন বলে জানিয়েছেন আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। মঙ্গলবার (২৭ মে) বিকেল সাড়ে ৪টায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বিষয়টি নিশ্চিত করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লেখেন, ‘ইনশাআল্লাহ, আশা করি আগামীকাল সকালে (৯টা-১০টার মধ্যে) জনাব এটিএম আজহারুল ইসলাম ভাই পিজি হাসপাতালের প্রিজন সেল থেকে মুক্তি পাবেন।’

এর আগে সাংবাদিকদের উদ্দেশে শিশির মনির বলেন, ‘আদালত চারটি পর্যবেক্ষণ দিয়েছেন। এর মধ্যে প্রথমটি হলো— অতীতের রায়ে বাংলাদেশসহ এই ভারতীয় উপমহাদেশের ফৌজদারি বিচারপ্রক্রিয়ার পদ্ধতি পরিবর্তন করে দেওয়া হয়েছিল, যা ছিল সবচেয়ে বড় ভুল। দ্বিতীয়টি বলেছেন— আদালতের সামনে উপস্থাপিত সাক্ষ্যপ্রমাণের যথাযথ মূল্যায়ন ছাড়াই এটিএম আজহারকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। আরেকটি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণে আদালত বলেছেন— পৃথিবীর ইতিহাসে এটি বিচার নয়, বরং বিচারের নামে অবিচার ছিল।’

উল্লেখ্য, মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর শীর্ষস্থানীয় নেতা এটিএম আজহারুল ইসলামকে সব অভিযোগ থেকে বেকসুর খালাস দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত।
মঙ্গলবার (২৭ মে) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগের সাত সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ এই রায় ঘোষণা করেন।

এবার দুদকের জালে সাংবাদিক আনিস আলমগীর, আরেক মামলায় গ্রেফতার…
  • ২৮ জানুয়ারি ২০২৬
ধানের শীষের বিপক্ষে প্রচারণা, ছাত্রদলের ৮ নেতা বহিষ্কার
  • ২৮ জানুয়ারি ২০২৬
‘ছাত্রশিবির জেগে উঠলে পালানোর জায়গা পর্যন্ত পাবেন না’
  • ২৭ জানুয়ারি ২০২৬
ভোটের আগেই পদোন্নতি পেয়ে অতিরিক্ত সচিব হলেন ১১৮ কর্মকর্তা, …
  • ২৭ জানুয়ারি ২০২৬
সমাবর্তনের সামনে শিক্ষার্থীরা, পেছনে শিক্ষকরা— প্রশংসায় ভাস…
  • ২৭ জানুয়ারি ২০২৬
জামায়াত নেতার গলা টিপে শূন্যে তোলা বিএনপির প্রার্থীর ছেলেকে…
  • ২৭ জানুয়ারি ২০২৬