বাংলাদেশে কেউ দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না: হাসনাত আব্দুল্লাহ

২৫ মে ২০২৫, ০২:৪৪ PM , আপডেট: ২৭ মে ২০২৫, ১১:২৯ AM
চট্টগ্রামে পথসভায় বক্তব্য দিচ্ছেন হাসনাত আব্দুল্লাহ

চট্টগ্রামে পথসভায় বক্তব্য দিচ্ছেন হাসনাত আব্দুল্লাহ © টিডিসি

বাংলাদেশে কেউ দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। আজ রবিবার (২৫ মে) বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী চৌমুহনী এলাকায় আয়োজিত এক পথসভায় এ মন্তব্য করেন তিনি। 

হাসনাত আবদুল্লাহ বলেন, দেশে বারবার একই নেতৃত্বের পুনরাবৃত্তি হলে, জনগণের আশা-আকাঙ্ক্ষা বাধাগ্রস্ত হয়। গণতন্ত্র রক্ষায় ক্ষমতার সীমাবদ্ধতা অত্যন্ত জরুরি। আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে নেতৃত্বের পরিবর্তন, জবাবদিহিতা ও জনগণের স্বার্থ সুরক্ষিত থাকবে।

আরও পড়ুন: আওয়ামী লীগ আমলে সালাহউদ্দিন আহমেদের অবস্থান ও ভূমিকা নিয়ে যা বললেন প্রেস সচিব

চট্টগ্রাম দক্ষিণ জেলা এনসিপির চলমান পথসভায় আরও বক্তব্য দেন, দলের কেন্দ্রীয় যুগ্ম সদস্য-সচিব ড. তাসনিম জারা। তিনি বলেন, আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে জনগণের অধিকার নিশ্চিত থাকবে। পুলিশ হবে জনগণের সেবক, সরকারের লাঠিয়াল নয়।

সভায় জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভার আগে ও পরে নেতারা এলাকায় গণসংযোগ করেন, পথচারীদের সঙ্গে কুশল বিনিময়সহ দলের বার্তা ও কর্মসূচি সংবলিত লিফলেট বিতরণ করা হয়।

সিলেটকে হতাশায় ডুবিয়ে ফাইনালে রাজশাহী
  • ২১ জানুয়ারি ২০২৬
তারেক রহমানকে কটূক্তি, গ্রেপ্তার ১
  • ২১ জানুয়ারি ২০২৬
শাবিপ্রবির ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ নম্বর ১০০-তে ৯৬.৬
  • ২১ জানুয়ারি ২০২৬
এখন পর্যন্ত বদলি ৮ ইউএনও, নেপথ্যে কী?
  • ২১ জানুয়ারি ২০২৬
৮ ক্যাটাগরিতে দেশসেরা ঢাবি-নর্থ সাউথের সঙ্গে আরও সাত বিশ্বব…
  • ২১ জানুয়ারি ২০২৬
পে কমিশনে সুপারিশে সন্তুষ্ট নয় ঐক্য পরিষদ নেতারা, প্রতিক্রি…
  • ২১ জানুয়ারি ২০২৬