ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের সহযোগিতায় ছাত্রদল

২৭ এপ্রিল ২০২৫, ০৪:৩১ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ১২:৫৪ PM
নবীন শিক্ষার্থীদের সহযোগিতায় ছাত্রদল

নবীন শিক্ষার্থীদের সহযোগিতায় ছাত্রদল © টিডিসি সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির জন্য সাক্ষাৎকার দিতে আসা নবীন শিক্ষার্থীদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে শাখা ছাত্রদল। আজ রবিবার (২৭ এপ্রিল) সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের ডিন অফিসের সামনে সাক্ষাৎকার দিতে আসা শিক্ষার্থীদের সহায়তার জন্য হেল্প ডেস্কের পাশাপাশি নোট বুক, কলম, পানি, বিস্কুট, স্যালাইন প্রাথমিক চিকিৎসা সেবা প্রদানসহ মেডিসিন সেবা প্রদান করা হয়। সেই সাথে অভিভাবকদের জন্য বিশ্রামের সুবিধার্থে চেয়ারের ব্যবস্থাসহ সার্বিক তথ্য প্রদান করা হয়। 

এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাছির উদ্দিন শাওনের নেতৃত্বে উপস্থিত ছিলেন ইমাম আল নাসের মিশুক (যুগ্ম সাধারণ সম্পাদক ঢাবি),আকিব জাবেদ রাফি (যুগ্ম সাধারণ সম্পাদক ঢাবি),আব্দুল্লাহ সেকান্দার, (সহ-সাধারণ সম্পাদক), মানিউল আলম পাঠান শান্ত (গণ-সংযোগাযোগ বিষয়ক সম্পাদক), ইমদাদুল হক (সদস্য), হাসিবুর রহমান সাকিব(সদস্য), মো. আবুজার গিফারী ইফাত (দপ্তর সম্পাদক মহসিন হল শাখা), রায়হানা পারভীন (সহ-ছাত্রী বিষয়ক সম্পাদক), সাফওয়ান হাসান তামিম (সহ-আইন সম্পাদক), কাজী আবির (কর্মী)আব্দুল্লাহ অনন্ত (কর্মী), লুৎফুর কবির রানা (কর্মী), আব্দুল ওহেদ (ক্রিয়া সম্পাদক, জসীমউদ্দিন হল শাখা,মাসুম বিন বশির(কর্মী), নাঈম চৌধুরী (কর্মী), মুর্তূজা হাসান খান ফাহিম, শাকিল আহমেদ, আতিক শাহরিয়ার হামীম, রবিউল ইভান, চিকিৎসক রায়হান (ঢাকা মেডিকেল কলেজ) প্রমুখ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাছির উদ্দিন শাওন বলেন, ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের জন্য কাজ করার চেষ্টা করেছে। অনেকে সংগঠনের ব্যানারে, অনেকে ব্যক্তি উদ্যোগে। কিন্তু এতো বছর নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ক্যাম্পাসে ত্রাসের রাজত্ব কায়েম করে ফলে নতুন শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সিনিয়রদের কাছে আসতে ভয় পেতো। আমরা তাদের ভয় থেকে বের করে তাদের কাছে যেতে চাই, তাদের ভাই হিসেবে সহযোগিতামূলক একটা পরিবেশ গড়ে তুলতে চাই। আর শিক্ষার্থীদের কাছেও আমরা পরামর্শ চাচ্ছি যে তারা কেমন পরিবেশ চান, আমরা সবাই মিলেই সুন্দর ক্যাম্পাস গড়বো ইনশাআল্লাহ।

দুই বাসের মাঝে চাপা পড়ে প্রাণ গেল হেলপারের
  • ২১ জানুয়ারি ২০২৬
‘প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট ও অর্থ কমিটিতে সাত কল…
  • ২১ জানুয়ারি ২০২৬
অন্যায়ের প্রতিবাদ করে শতবার বহিষ্কার হতেও রাজি: ফিরোজ
  • ২১ জানুয়ারি ২০২৬
আত্মসমর্পণ করলেন মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল…
  • ২১ জানুয়ারি ২০২৬
৩০০ আসনে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করল ইসি
  • ২১ জানুয়ারি ২০২৬
১২ তারিখে ভোট হবে কি না—এ নিয়ে গুজব ছড়ানো হচ্ছে: তথ্য উপদেষ…
  • ২১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9