বিএনপির মনোনয়নপত্র কিনলেন ঢাবি অধ্যাপক ওবায়দুল ইসলাম
- ঢাবি প্রতিনিধি
- প্রকাশ: ১৩ নভেম্বর ২০১৮, ০৯:০০ PM
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে বিএনপির মনোনয়নপত্র কিনেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম। বাগেরহাট-৪ আসনে নির্বাচন করতে মঙ্গলবার বিকেল ৩টায় দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি ।
অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম ঢাবির বিএনপি-জামাতপন্থী শিক্ষকদের সংগঠন সাদাদলের আহ্বায়ক এবং বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক।
এ বিষয়ে অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম ‘দ্যা ডেইলি ক্যাম্পাস’কে বলেন, নির্বাচন হলো আন্দোলনের একটি অংশ। আমরা নির্বাচনের মাধ্যমেই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করে আনব। আর আমি মনোনয়ন পাওয়ার ব্যাপারে আশাবাদী। দল যদি শিক্ষিত লোকদের মূল্যায়ন করে তবে আমি অবশ্যই মনোনয়ন পাবো। সুষ্ঠু ও অবাধ নির্বাচন হলে বিএনপি অবশ্যই বিপুল ভোটে বিজয়ী হবে বলে তিনি মন্তব্য করেন।