সাবেক অর্থমন্ত্রী মুহিতের মৃত্যুর গুজব ফেসবুকে
- টিডিসি ফ্যাক্টচেক ডেস্ক
- প্রকাশ: ০৫ আগস্ট ২০২১, ০৭:২৪ AM , আপডেট: ০৫ আগস্ট ২০২১, ০৮:৪৬ AM
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছে। গতকাল বুধবার রাত ১১টা থেকে পৌনে ১২টার দিকে ফেসবুকে মুহিতের মৃত্যুর খবর দিয়ে বিভিন্ন পেজ একাউন্ট থেকে পোস্ট দেওয়া হয়। কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে।
করোনায় আক্রান্ত আবুল মাল আবদুল মুহিত রাজধানী ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন রয়েছেন। দৈনিক প্রথম আলোর খবরে বলা হয়, গত ২৫ জুলাই (রোববার) করোনায় আক্রান্ত হন তিনি।
মুহিতের ছোট ভাই পররাষ্ট্রমন্ত্রী ড. আবদুল মোমেন তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে বুধবার রাত সাড়ে ১১টায় এক স্ট্যাটাসে লেখেন, ‘মুহিত ভাইয়ের অবস্থা গতকালের চেয়ে ভাল। তাঁর অক্সিজেন স্যাচুরেশন ৯৬। তিনি আরামে রাতের খাবার খেয়েছেন। বাংলাদেশের খেলা দেখে এখন ঘুমানোর চেষ্টা করছেন। তাই দয়া করে তাঁর সম্পর্কে কোনো মিথ্যা খবর এড়িয়ে চলুন।’
সাবেক এই অর্থমন্ত্রীর মৃত্যুর গুজব সংবলিত পোস্ট ছড়িয়ে পড়ার ঘণ্টা খানেকের মধ্যে ভুল ভাঙলে অনেকেই এ সংক্রান্ত ফেসবুক পোস্ট সরিয়ে নেন।