খেলা এখনও শেষ হয়নি

০২ এপ্রিল ২০২২, ০৫:২৭ PM
ইমরান খান ও ওয়াসিম আকরাম

ইমরান খান ও ওয়াসিম আকরাম © টিডিসি ফটো

পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খানের প্রধানমন্ত্রীর পদ থাকবে কিনা এ নিয়ে নানান জল্পনা-কল্পনা চলছে। আগামী রোববার আইন প্রণেতাদের অনাস্থা ভোটে সেই ভাগ্য নির্ধারণ হবে। তবে এরই মধ্যে পাকিস্তানের বেশ কিছু তারকা তার পাশে দাঁড়িয়েছেন।

পাকিস্তানের তারকা অভিনেতা সাইরা ইউসুফ, মায়া আলী, আলী কাজমি এবং শাহরোজ সবজওয়ারির পর ইমরান খানের পক্ষে অবস্থান নিয়েছেন পাকিস্তান ক্রিকেট দলের সাবেক তারকা ক্রিকেটার ওয়াসিম আকরাম।

ওয়াসিম আকরাম দাবি করেছেন, খেলা এখনো শেষ হয়নি। ইমরান খান জন্ম থেকেই লড়াই করছেন, নেতৃত্ব দিচ্ছেন।

শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইট আইডি থেকে এক স্ট্যাটাসে এই দাবি করেন তিনি।

ফেসবুক পোস্টে তিনি দাবি করেন, ইমরান খান জন্ম থেকেই নেতৃত্ব দিচ্ছেন, লড়াই করছেন এবং জয়ী হচ্ছেন। তিনি নিজের জন্য নয় বরং তিনি যাকে বা যা প্রতিনিধিত্ব করছেন, যে জন্যই লড়াই করছেন।

ওয়াসিম আকরাম দাবি করেন, ইমরান খানের এই লড়াই কোন নাম বা ক্ষমতা বা কোন পদের জন্য নয়। এটা তার নিয়তি এবং খেলা এখনো শেষ হয়নি।

আরও পড়ুন : অনাস্থা ভোটে জয়ের আগে বড় জয় পেলেন ইমরান খান

১৯৯২ সালে বিশ্বকাপে জয় পায় পাকিস্তান ক্রিকেট দল। এ জয়ে সেই সময়ের পাকিস্তান দলের খেলোয়াড় ইমরান খানের গুরুত্বপূর্ণ অবদান ছিল। এরপর ১৯৯৬ সালে ইমরান খান রাজনীতির ময়দানে যুক্ত হন। এরপর ক্রমেই হয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।

১৯৯৬ সালের এপ্রিলে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ দল প্রতিষ্ঠা করেন। এরপর ১৯৯৭ সালে দুটি কেন্দ্র থেকে নির্বাচনে অংশ নেন ইমরান খান। তবে দুটি কেন্দ্র থেকেই হেরে যান তিনি। তবে থমকে যাননি তিনি। জয়ের দেখা পান ২০০২ সালের নির্বাচনে। 

গৃহবন্দীও হয়েছেন ইমরান খান, তৎকালীন সেনা প্রধানের প্রতিদ্বন্দ্বিতা করে ২০০৭ সালের ২ অক্টোবর ৮৫ জন পার্লামেন্ট সদস্যদের সঙ্গে পদত্যাগ করেন। তবে নির্বাচনে মোশারফ প্রেসিডেন্ট হয়ে পাকিস্তানে জরুরি অবস্থা জারি করলে হাজতবাসও করেন ইমরান খান।

বিয়ের এক বছরের মাথায় ভাঙনের মুখে তাহসানের দ্বিতীয় সংসারও
  • ১১ জানুয়ারি ২০২৬
নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণ, ৮ শ্রমিক দগ্ধ
  • ১১ জানুয়ারি ২০২৬
৩৯ বছর পর ম্যানসিটির ১০ গোলের তাণ্ডব, লন্ডভন্ড এক্সটার সিটি
  • ১১ জানুয়ারি ২০২৬
বল বাসার চালে পড়ায় গরম পানি নিক্ষেপ; দগ্ধ হয়ে বার্ন ইউনিটে …
  • ১১ জানুয়ারি ২০২৬
সুখটান দেওয়া বিড়ির মধ্যেও দাঁড়িপাল্লার দাওয়াত: বিতর্কিত …
  • ১১ জানুয়ারি ২০২৬
নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্বপ্নে ‘আরেকবার চেষ্টা করে দেখার…
  • ১১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9