‘কাঁচা বাদাম’ গানে বিমানে নেচে মাতালেন বিমানবালা

ভাইরাল হওয়া গানের দৃশ্য
ভাইরাল হওয়া গানের দৃশ্য  © সংগৃহীত

রাজ্য এবং দেশ ছাড়িয়ে বিদেশ, নেটমাধ্যম কাঁপিয়ে এখন আকাশেও ভাইরাল বীরভূমের ভুবন বাদ্যকরের ‘কাঁচা বাদাম…’ গান। এবার সেই গানে নাচলেন স্পাইসজেটের এক বিমানবালা।

উমা মীনাক্ষি নামে ওই বিমানবালা ফাঁকা বিমানে ‘কাঁচা বাদাম’ গানের তালে নেচে নেটমাধ্যমে ভাইরাল হয়েছেন। বৃহস্পতিবার নিজেই ভিডিওটি সামাজিকযোগাযোগের মাধ্যম ইনস্টাগ্রামে শেয়ার করেছেন উমা।

আরও পড়ুন: ২৮৭ যাত্রীর ২৭৩ জনই বাংলাদেশি, সাতজনের মৃত্যু

কাঁচা বাদাম-এর উন্মাদনা যে কতটা এবং সাধারণ মানুষের মধ্যে এর যে কতটা প্রভাব উমার নাচ তারই একটা উদাহরণ। তাঁর কাঁচা বাদাম গানের জন্য সুপরিচিত হয়ে উঠেছেন বীরভূমের দুবরাজপুরের বাসিন্দা ভুবন বাদ্যকর। বাদাম বিক্রি করার সময় তিনি এই গানটি গেয়ে থাকেন। কিন্তু সেটা নেটামাধ্যমে ভাইরাল হয়। রাতারাতি তারকা হয়ে যান ভুবন।

আরও পড়ুন: পরিবারের সব সদস্যকে হত্যা করল পাবজিতে আসক্ত কিশোর

নানা জায়গা থেকে তাঁর ডাক পড়ে। এমনকি কলকাতা পুরসভা ভোটেও তাঁকে প্রচারের কাজে লাগিয়েছিল বিভিন্ন রাজনৈতিক দল।

সূত্র: আনন্দবাজার পত্রিকা


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!