ফুটপাতে ঘুমন্ত শ্রমিকদের উপর ট্রাক উঠে নিহত ১৮

২৮ জুলাই ২০২১, ১১:২৩ AM
ট্রাক চাপায় শ্রমিক নিহত

ট্রাক চাপায় শ্রমিক নিহত © ফাইল ছবি

ভারতে ফুটপাতে শুয়ে থাকা ঘুমন্ত শ্রমিকদের উপর ট্রাক উঠে গিয়ে নিহত হয়েছেন ১৮ জন। এ ঘটনায় আহত হয়েছেন ২৪ জনেরও বেশি শ্রমিক।

মঙ্গলবার (২৭ জুলাই) গভীর রাতে উত্তরপ্রদেশের বারাবঁকীর অযোধ্যা-লখনউতে এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকদের বাড়ি বিহার রাজ্যে বলে জানা গেছে।

জানা গেছে, রাম সানেহি ঘাট থানার অদূরে দ্রুত গতিতে ছুটে আসা একটি ট্রাক ধাক্কা মারে দাঁড়িয়ে থাকা বাসে। সেই বাসের সামনেই ফুটপাতে ঘুমাচ্ছিলেন হতাহত ওই শ্রমিকরা। গতি অনেক বেশি থাকায় ঘুমন্ত সেসব শ্রমিকের ওপর দিয়েই চলে যায় ট্রাকটি। এতে ওই শ্রমিকদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে যোগীরাজ্যের পুলিশ।

পুলিশ জানিয়েছে, ওই বাস হরিয়ানার পালওয়াল থেকে বিহার যাচ্ছিল। প্রায় ১৪০ জন শ্রমিক ছিলেন বাসে। লখনউ প্রবেশের ২৮ কিলোমিটার আগে জাতীয় সড়কে বাসে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। তা ঠিক করার জন্য রাস্তার ধারে দাঁড়িয়ে ছিল বাসটি। এতে কিছু শ্রমিক বাসের সামনে রাস্তার ধারে ঘুমাচ্ছিলেন। সে সময়ই ঘটে এ দুর্ঘটনা।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধারের পাশাপাশি আহত শ্রমিকদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। সেখানে তাদের চিকিৎসা চলছে।

সূত্র: আনন্দবাজার।

এসইউবিতে ‘এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থী উৎসব ২০২৫’: নতুন স্বপ…
  • ৩১ জানুয়ারি ২০২৬
নওগাঁয় ডাম্প ট্রাকের চাপায় ৫ জনের মৃত্যু
  • ৩১ জানুয়ারি ২০২৬
ইউজিসির পিএইচডি স্কলারশিপে মনোনীত হয়েছেন নজরুল বিশ্ববিদ্যাল…
  • ৩১ জানুয়ারি ২০২৬
রাজু ভাস্কর্যে শিবিরের ‘হ্যাঁ’ ভোটের বিলবোর্ড, গভীর রাতে স…
  • ৩১ জানুয়ারি ২০২৬
জনবল নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, কর্মস্থল ঢাকা
  • ৩১ জানুয়ারি ২০২৬
পে স্কেলের দাবিতে আন্দোলনরত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নত…
  • ৩১ জানুয়ারি ২০২৬