যুক্তরাষ্ট্রে আঘাত হানতে পারে শক্তিশালী ‘বোম সাইক্লোন’

৩১ জানুয়ারি ২০২৬, ০৮:৩১ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ‘বোম সাইক্লোন’ আঘাত হানতে পারে—এমন আশঙ্কার কথা জানিয়েছেন দেশটির আবহাওয়াবিদরা। তাদের সতর্কবার্তায় বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে শীতকালীন এই ঝড়টি আঘাত হানতে পারে, যা ক্যারোলিনা অঞ্চল থেকে শুরু করে নিউ ইংল্যান্ড পর্যন্ত বিস্তৃত হওয়ার সম্ভাবনা রয়েছে। ঝড়টির প্রভাবে হারিকেনের মতো প্রবল বাতাস, ভারী তুষারপাত এবং অস্বাভাবিক মাত্রার শীত অনুভূত হতে পারে। শুক্রবার (৩০ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

আবহাওয়াবিদদের মতে, এই ঝড় জীবননাশের ঝুঁকি তৈরি করতে পারে। এর সম্ভাব্য প্রভাবের মধ্যে রয়েছে উপকূলীয় এলাকায় বন্যা, বিপজ্জনক যাতায়াত পরিস্থিতি এবং ব্যাপক বিদ্যুৎ বিচ্ছিন্নতা।

বোম সাইক্লোন বা বোমোজেনেসিস হলো শীত মৌসুমে সৃষ্ট একটি অত্যন্ত শক্তিশালী ঝড়, যা খুব অল্প সময়ের মধ্যেই ভয়াবহ রূপ ধারণ করে। যেকোনো ঝড়ের কেন্দ্রে সাধারণত বায়ুচাপ কম থাকে। এই চাপ যত দ্রুত কমতে থাকে, ঝড়ের শক্তিও তত দ্রুত বৃদ্ধি পায়।

কোনো সাধারণ ঝড় তখনই ‘বোম সাইক্লোন’-এ পরিণত হয়, যখন এর কেন্দ্রের বায়ুচাপ ২৪ ঘণ্টার মধ্যে অন্তত ২৪ মিলিবার কমে যায়। সাধারণত আর্ক্টিক অঞ্চল থেকে আসা তীব্র ঠান্ডা বাতাস যখন সমুদ্রের ওপর অপেক্ষাকৃত উষ্ণ বাতাসের সঙ্গে মিলিত হয়, তখন এমন পরিস্থিতির সৃষ্টি হয়।

মাত্র ২৪ ঘণ্টায় বায়ুচাপ ২৪ মিলিবার কমে যাওয়ার অর্থ হলো ঝড়টির শক্তি হঠাৎ করে কয়েক গুণ বেড়ে যাওয়া, যা অনেকটা বোমা বিস্ফোরণের মতো দ্রুতগতিতে ঘটে। এই কারণেই একে ‘বোম সাইক্লোন’ বলা হয়।

এ বিষয়ে আবহাওয়া বিষয়ক ওয়েবসাইট অ্যাকিউওয়েদারের আবহাওয়াবিদ ম্যাট বেঞ্জ বলেন, “এটি এমন একটি ঝড়, যা খুব দ্রুত শক্তি সঞ্চয় করে।”

পদোন্নতির দাবিতে রাষ্ট্রায়ত্ত চার ব্যাংকের কর্মকর্তাদের মান…
  • ৩১ জানুয়ারি ২০২৬
সিনারকে হারিয়ে ফাইনালে জোকোভিচ
  • ৩১ জানুয়ারি ২০২৬
স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তরে পড়ুন সুইডেনে, আবেদন শেষ ২ ফে…
  • ৩১ জানুয়ারি ২০২৬
২০ মিনিট পরেও ভর্তি পরীক্ষায় বসেছে শিক্ষার্থী, আগের দিন সুয…
  • ৩১ জানুয়ারি ২০২৬
তারেক রহমানের জনসভায় মোবাইল চুরি প্রায় ১০০, থানায় জিডি ৭০ জ…
  • ৩১ জানুয়ারি ২০২৬
ধর্মের পথে চিত্রনায়িকা বর্ষা
  • ৩১ জানুয়ারি ২০২৬