ইউজিসির পিএইচডি ফেলোশিপ পাওয়া জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষক © টিডিসি ফটো
ইউজিসি পিএইচডি স্কলারশিপ ২০২৫-২৬ এর আওতায় গবেষণাকর্ম সম্পাদন ও পিএইচডি ডিগ্রি অর্জনের জন্য মনোনীত হয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ২ জন শিক্ষক। তারা হলেন- পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল মুয়ীদ এবং সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. রিয়াজুল ইসলাম।
ইউজিসির রিসার্চ গ্রান্টস এন্ড অ্যাওয়ার্ড ডিভিশনের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. ওমর ফারুখ সা¶রিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. রিয়াজুল ইসলাম বলেন, সর্বশক্তিমান আল্লাহর অসীম কৃপায় আমি বাংলাদেশের অন্যতম মর্যাদাপূর্ণ ইউজিসি পিএইচডি ফেলোশিপে ভূষিত হয়েছি। আমার পিএইচডি যাত্রায় যারা আমাকে মানসিকভাবে সমর্থন করেছেন তাদের সকলের প্রতি আমি গভীর কৃতজ্ঞ। এই মূল্যবান সুযোগটি প্রদানের জন্য বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।
আশা করি আমি সামাজিক বিজ্ঞানের ক্ষেত্রে গুণগত গবেষণায় নতুন ধারণা এবং বিস্তৃত দিগন্ত অন্বেষণ করার চেষ্টা করবো, যা কেবল জাতীয় পর্যায়ে নয় বরং বিশ্বব্যাপী অবদান রাখবে বলে বিশ্বাস করি।
ইউজিসির বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্কলারশিপের নীতিমালা অনুযায়ী মনোনীত শিক্ষক-গবেষককে আগামী ১ মার্চের মধ্যে ইউজিসি পিএইচডি স্কলারশিপ প্রোগ্রামে যোগদান করতে হবে, অন্যথায় স্কলারশিপ বাতিল বলে গণ্য হবে। যোগদানের তারিখ হতে স্কলারশিপ কার্যকর হবে এবং স্কলারশিপের মেয়াদ হবে সর্বোচ্চ ৩ (তিন) বছর।
পাশাপাশি, চাকুরিরত শিক্ষক-গবেষককে অবশ্যই শিক্ষাছুটি গ্রহণপূর্বক পূর্ণকালীন গবেষক হিসেবে গবেষণাকর্ম সম্পাদন করতে হবে। গবেষণার অনুকূলে স্কলারশিপ ভাতা বাবদ মাসিক চল্লিশ হাজার টাকা প্রদান করা হবে এবং গবেষক এ গবেষণা কাজের জন্য অন্য কোন সংস্থা বা প্রতিষ্ঠান থেকে আর্থিক অনুদান বা বৃত্তি ভোগ করতে পারবেন না। এছাড়াও বহিঃবাংলাদেশ গমনের ক্ষেত্রে কমিশনের পূর্বানুমতি গ্রহণ করতে হবে এবং প্রত্যাবর্তনের পর কমিশনকে অবহিত করতে হবে বলে নীতিমালায় উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, ২০২৫-২৬ অর্থবছরে বিভিন্ন সরকারি, বেসরকারি বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের ৬৫ জন শিক্ষক-গবেষক এ স্কলারশিপের জন্য মনোনীত হয়েছেন।