ডেটিং অ্যাপে পরিচয়, একদিনের মাথায় ধর্ষণের শিকার

৩০ ডিসেম্বর ২০২০, ০৯:০৩ AM
মোবাইলে ডেটিং

মোবাইলে ডেটিং © প্রতীকী ছবি

একটি ডেটিং অ্যাপে ভারতের এক যুবকের সঙ্গে পরিচয় হয়ে এক বিমানবালার। মাত্র একদিনের পরিচয়ে সরল বিশ্বাসে ওই যুবকের সঙ্গে দেখা করতে রাজি হন ওই তরুণী। কিন্তু বিশ্বাসই যে তার কাল হবে সেটা তিনি ভাবতেও পারেননি।

তাকে জোর করে মদ খাইয়ে বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করেন ওই যুবক। ধর্ষণের শিকার তরুণীর লিখিত অভিযোগের ভিত্তিতে অভিজিত্‍‌ বাঘকে (২৬) নামের ওই যুবককে গ্রেপ্তার করে পুনের পিম্পরি চিংচবড় থানার পুলিশ।

জানা যায়, এয়ার হোস্টেস তরুণীটি ওয়াকড়ে পেয়িং গেস্ট হিসেবে থাকেন। গত ২৫ ডিসেম্বর জনপ্রিয় ডেটিং অ্যাপ টিন্ডারের মাধ্যমে দু’জনের যোগাযোগ হয়। তারপরদিন দেখা।

তরুণী জানান, তাকে জোর করে মদ্যপান করান যুবকটি। এরপর জোর করেই বাইকে বসিয়ে নিজের বাড়ি নিয়ে যান। এরপর বাড়ি নিয়ে এসে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেন যুবকটি। বাধা দিতে গেলে মারধর করেন তিনি। একপর্যায়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ তরুণীটির।

এ ঘটনায় ওই যুবককে এদিন আদালতে পেশ করা হলে, ২ জানুয়ারি পর্যন্ত তাকে পুলিশি হেফাজতে পাঠানো হয়। [সূত্র: আজকাল]

গননা শেষ না হওয়া পর্যন্ত ভোট কেন্দ্র পাহাড়া দিতে নেতাকর্মীদ…
  • ২৬ জানুয়ারি ২০২৬
যুবলীগের চার নেতা গ্রেপ্তার
  • ২৬ জানুয়ারি ২০২৬
মহিলাদের প্রচারে বাঁধা, সংঘর্ষে জামায়াতের ৬ কর্মী আহত
  • ২৬ জানুয়ারি ২০২৬
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নির্বাহী কমিটির সদস্য বহ…
  • ২৬ জানুয়ারি ২০২৬
গবেষণার পাশাপাশি কারুকার্যেও সৃজনশীলতার ছাপ রেখে চলেছে শিক্…
  • ২৫ জানুয়ারি ২০২৬
জামায়াত নেতার বক্তব্যের প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও ঢাবি প…
  • ২৫ জানুয়ারি ২০২৬