ভারতে মসজিদে হচ্ছে করোনার চিকিৎসা

  © ফাইল ফটো

ভারতের প্রায়ই হিন্দু-মুসলিম দ্বন্দ লেগেই থাকে। তবে চলমান করোনা পরিস্থিতি পাল্টে দিয়েছে সবকিছু। বিভেদ ভুলে এক কাতারে দাঁড়িয়ে করোনার বিরুদ্ধে লড়াই করছেন সব ধর্মের মানুষ। তারই ধারাবহিকতায় এবার ভারতের গুজরাটের গোদরা জেলার একটি মসজিদে করোনা সেন্টার স্থাপন করে রোগীদের সেবা দেওয়া হচ্ছে।

ভারতীয় সংবাদ মাধ্যমের প্রকাশিত খবরে বলা হয়েছে, গোদরা শহরের শেখ মাজাওয়ার রোডে অবস্থিত আদম মসজিদের নিচতলাকে করোনা চিকিৎসাকেন্দ্রে রূপান্তর করা হয়েছে। পূর্বে এই মসজিদ ভারতীয় মুসলিম নারীদের হজ ক্যাম্প হিসেবে ব্যবহার করা হতো। নারী হাজিরা এখানে হজ সফরের প্রশিক্ষণ ও প্রস্তুতি নিতেন। শহরে কভিড-১৯ রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় মসজিদের পরিচালনা পরিষদ করোনা সেন্টার করার সিদ্ধান্ত নেয় এবং তা সব ধর্ম-বর্ণের মানুষের জন্য উন্মুক্ত করে দেয়া হয়।

হাসপাতালে দায়িত্বরত ড. আনোয়ার কাচবা বলেন, স্থানীয় মুসলিম সম্প্রদায় ও ডাক্তাররা মসজিদের নিচতলার একটি হল কভিড-১৯ আক্রান্ত রোগীদের চিকিৎসাকেন্দ্র করার প্রস্তাব করেন। আমরা তাদের প্রস্তাবনা অনুযায়ী জেলার চিফ কালেক্টর ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তার কাছে ৫০ শয্যার কভিড-১৯ চিকিৎসা কেন্দ্র করার অনুমতি চেয়েছিলাম, তারা আমাদের ৩২ শয্যার অনুমতি দিয়েছেন। প্রশাসনের অনুমতি পেয়ে ১১ জুলাই থেকে সেবা প্রদান শুরু হয়েছে।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া।


সর্বশেষ সংবাদ