বায়ুদূষণে ৪ শতাধিক স্কুল বন্ধ

  © সংগৃহীত

অতিরিক্ত বায়ু দূষণের কারণে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ৪৫০ স্কুল বন্ধ রয়েছে। দূষণ পরিস্থিতি মাথায় রেখে ব্যাংকক মেট্রোপলিটন প্রশাসন সরকারি ৪৩৭টি স্কুলকে ছুটি দিয়েছে।

শুক্রবার (২৪ জানুয়ারি) পর্যন্ত স্কুলগুলি বন্ধ থাকবে জানা য়ায়। সেইসঙ্গে নগরের দেড় হাজার বর্গ কিলোমিটার এলাকাকে ‘নিয়ন্ত্রিত এলাকা’ বলেও ঘোষণা করা হয়েছে।

থাইল্যান্ডের রাজধানী শহরে এ ধরনের ঘটনা নজিরবিহীন।লোকজন হিমশিম খেলেও পরিস্থিতি মোকাবিলায় সরকারের নিঃস্পৃহ ভূমিকায় প্রশ্ন উঠতে শুরু করেছে।

ব্যাংকক সরকার অশ্বিন কাওয়ানমুয়াং জানান, ৩ বা ৪ ফেব্রুয়ারি পর্যন্ত পরিস্থিতি খারাপ থাকবে। তাই স্কুলগুলিকে বন্ধ রাখতে নির্দেশ দিয়েছি। শিক্ষার্থীরা স্কুলে না এলে, রাস্তাঘাট যানবাহন কম চলবে বলে তাঁর আশা।

দূষণ সংকট থেকে বেরিয়ে আসতে কৃত্রিম মেঘের মাধ্যমে বৃষ্টি নামানোর চেষ্টা চলছে। চিনা নববর্ষে লোকজনকে আতশবাজি পোড়াতেও নিষেধ করা হয়েছে। কিন্তু, ব্যাংককবাসী সরকারের এই নামমাত্র পদক্ষেপে একদমই খুশি নন। এই পরিস্থিতিতে বায়ু দূষণরোধী মাস্কের মজুত ফুরিয়ে যাওয়ায়, জনমনে ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়েছে।

স্বাধীন অনলাইন বায়ুর মানসূচক পর্যবেক্ষক এয়ার ভিজুয়াল জানায়, বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ব্যাংককের বায়ুদূষণের মান অস্বাস্থ্যকর মাপকাঠির ১৭১ এ পৌঁছবে। অথচ এ মাসের মাঝামাঝি পর্যায়ে এই সূচক ছিল ১৫৬।

বায়ুর গুণমান মনিটর অনুযায়ী, ৩৫-এর উপর মাত্রা থাকলে, তা অস্বাস্থ্যকর হিসেবে গণ্য করা হয়। সেখানেই ব্যাংককে এই মাত্রা রয়েছে প্রতি ঘন মিটারে ৭৮.৩ পিজি।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence