নিউ ইয়র্কে ‘হুমায়ূন সাহিত্য সম্মেলন’ করবে শো টাইম মিউজিক

১৮ আগস্ট ২০১৯, ০৩:৫১ PM

© টিডিসি ফটো

কিংবদন্তি কথাসাহিত্যিক, নির্মাতা ও গীতিকার হুমায়ূন আহমেদ স্মরণে নিউ ইয়র্কে আগামী ২৮ ও ২৯ সেপ্টেম্বর দুইদিনব্যাপী সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে শনিবার সংবাদ সম্মেলনের আয়োজন করে আয়োজক সংগঠন শো টাইম মিউজিক।

জ্যাকসন হাইটসের একটি মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন থেকে হুমায়ূন আহমেদ সাহিত্য ও সাংস্কৃতিক সম্মেলন ২০১৯ এর বিভিন্ন দিক তুলে ধরেন বক্তারা। এতে প্রধান বক্তা ছিলেন একুশে পদক বিজয়ী সাহিত্যিক ও বিশিষ্ট শিক্ষাবিদ সৈয়দ মনজুরুল ইসলাম। এছাড়া বক্তব্য রাখেন হুমায়ূন আহমেদের স্ত্রী, শিল্পী ও নির্মাতা মেহের আফরোজ শাওন, শো টাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলম, আয়োজক কমিটির প্রধান সিনহা আবুল মনসুর ও সদস্য সচিব মিশুক সেলিম।

এসময় সাংবাদিকদের জানানো হয়, দুদিনের সম্মেলনটিতে বাংলাদেশ থেকেও অনেক গুণি সাহিত্যিক, সাংবাদিক, লেখক, রাজনীতিবিদ ও সংস্কৃতিকর্মীরা অংশ নেবেন। এছাড়া উত্তর আমেরিকার সাহিত্য ও সংস্কৃতি কর্মীদের একটি মিলনমেলায় পরিণত করার কথা বলেন তারা। আমন্ত্রিত অতিথিদের মধ্যে থাকবেন অভিনেতা ও রাজনীতিবিদ আসাদুজ্জামান নূর এমপি, জাদুশিল্পী জুয়েল আইচ, কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনসহ অনেকে।

এসময় সৈয়দ মনজুরুল ইসলাম বলেন, ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে হুমায়ূন আহমেদের লেখাকে ছড়িয়ে দিতে পুরো আয়োজনটিতে তরুণদের সম্পৃক্ত করতে হবে। এজন্য লেখকের লেখাকে ইংরেজিতে অনুবাদের উপর গুরুত্ব দেন তিনি।

মেহের আফরোজ শাওন এসময় দুইদিনের সম্মেলনের বিস্তারিত তুলে ধরেন। তিনি বলেন, শিশু-কিশোর ও তরুণদের জন্যে বেশ কিছু আয়োজন রয়েছে। সাহিত্যের পাশাপাশি, সাংস্কৃতিক বিভিন্ন পর্বও থাকবে। থাকবে হুমায়ূন আহমেদের নাটক সিনেমার প্রদর্শনী ও বইয়ের মেলা। হুমায়ূন আহমেদের স্বপ্নের ক্যানসার হাসপাতাল সংক্রান্ত বিভিন্ন উদ্যোগের কথাও এই দুদিন তুলে ধরা হবে।

পুরো আয়োজনটি বাস্তবায়নের জন্য একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন ড. নূর উন নবী, জ্যোতিপ্রকাশ দত্ত, বেলাল বেগ, পূরবী বসুসহ আরও কয়েকজন।

জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ফের আবেদনের সুযোগ
  • ১২ জানুয়ারি ২০২৬
ট্রেনের শেষ বগি থেকে বৃদ্ধের লাশ উদ্ধার
  • ১২ জানুয়ারি ২০২৬
প্রথমবারের মতো ৮০ আসনে ভর্তি নেবে নওগাঁ বিশ্ববিদ্যালয়, শর্ত…
  • ১২ জানুয়ারি ২০২৬
ইসরায়েল স্বীকৃত 'সোমালিল্যান্ডকে' প্রত্যাখান বাংলাদেশের
  • ১২ জানুয়ারি ২০২৬
বায়ুদূষণে ১২৬ নগরীর মধ্যে শীর্ষে ঢাকা
  • ১২ জানুয়ারি ২০২৬
সামরিক ড্রোন কারখানা স্থাপনে চীনের সাথে চুক্তি করছে বাংলাদেশ
  • ১২ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9