চাপের মুখে রাশিয়ার তেল আমদানি বন্ধ করল ভারতের রিলায়েন্স
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ২২ নভেম্বর ২০২৫, ০১:৪৭ PM
মার্কিন ও ইউরোপীয় চাপের মুখে রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানি বন্ধ করেছে মুকেশ আম্বানির মালিকানাধীন ভারতের সবচেয়ে বড় শিল্পগোষ্ঠী রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে কার্যকর হতে যাওয়া আমদানি–নিষেধাজ্ঞা পূর্ণমাত্রায় মেনে চলতে আগেভাগেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রিলায়েন্সের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে হোয়াইট হাউজ। দীর্ঘদিন ধরেই রাশিয়ার তেল কেনা দিল্লি–ওয়াশিংটন সম্পর্কের বড় অস্বস্তির জায়গা হয়ে ছিল। গত আগস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেন, যার মধ্যে ২৫ শতাংশ ছিল রাশিয়ার তেল ও অস্ত্র কেনার কারণে ‘শাস্তিমূলক’ পদক্ষেপ হিসেবে। ট্রাম্প অভিযোগ করেছিলেন, এসব কেনাকাটা ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ প্রচেষ্টাকে সহায়তা করছে—যা ভারত অস্বীকার করে আসছে।
২০২২ সালে যুদ্ধ শুরু হওয়ার আগে ভারতের রাশিয়া থেকে তেল আমদানি ছিল মাত্র ২ দশমিক ৫ শতাংশ, যা ২০২৪–২৫ সালে বেড়ে দাঁড়ায় ৩৫ দশমিক ৮ শতাংশে। রাশিয়ার তেলের সবচেয়ে বড় আমদানিকারকও রিলায়েন্সই; ভারতের মোট রুশ তেল আমদানির প্রায় অর্ধেকই তারা পরিচালনা করে। জামনগরের বিশ্বের সবচেয়ে বড় রিফাইনারি কমপ্লেক্সে রপ্তানি ও দেশীয় বাজারের জন্য দুটি পৃথক ইউনিট রয়েছে।
সাম্প্রতিক মাসগুলোতে আন্তর্জাতিক চাপ বাড়তে থাকায় ভারত ধীরে ধীরে রাশিয়া থেকে আমদানি কমাতে বাধ্য হয়েছে বলে বিশ্লেষকদের ধারণা। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের বেশ কিছু রিফাইনারি ইতোমধ্যেই আমদানির পরিমাণ কমাতে শুরু করেছে।
গ্লোবাল ট্রেড অ্যান্ড রিসার্চ ইনিশিয়েটিভের অজয় শ্রীবাস্তব মনে করেন, আমদানি কমানোর লক্ষ্য পূরণ করায় যুক্তরাষ্ট্রের উচিত অবিলম্বে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক প্রত্যাহার করা। তাঁর মতে, এই শুল্ক বজায় থাকলে সম্প্রতি ঘনিষ্ঠ হওয়া কূটনৈতিক আলোচনা আবারও বিঘ্নিত হতে পারে।
রাশিয়ার তেল ইস্যুতে বহুদিন আটকে থাকা ভারত–মার্কিন বৃহত্তর বাণিজ্য চুক্তির আলোচনাও সাম্প্রতিক পরিবর্তনের ফলে এগোতে শুরু করেছে বলে মনে করা হচ্ছে। [সূত্র: বিবিসি]