গাজা যুদ্ধবিরতি আলোচনায় অংশ নেওয়া ৩ কাতারি কূটনীতিক নিহত, আহত ২
- টিডিসি ওয়ার্ল্ড
- প্রকাশ: ১২ অক্টোবর ২০২৫, ১১:৫৮ AM , আপডেট: ১২ অক্টোবর ২০২৫, ১১:৫৯ AM
গাজা যুদ্ধবিরতি আলোচনার লক্ষ্যে মিশরে সফররত কাতারের তিন কূটনীতিক এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন কাতারি নাগরিক আহত হয়েছেন। রবিবার (১২ অক্টোবর) মিশরের রেড সি উপকূলীয় শহর শারম আল-শেইখের কাছে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে কায়রোস্থ কাতার দূতাবাস ও বার্তা সংস্থা রয়টার্স।
মিশরের রাষ্ট্রীয় ঘনিষ্ঠ সংবাদমাধ্যম আল-কাহেরা নিউজ এবং কাতার দূতাবাস জানায়, দুর্ঘটনার সময় গাড়িটিতে পাঁচজন কাতারি নাগরিক ও একজন মিশরি চালক ছিলেন। স্টিয়ারিং নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উল্টে গেলে এই প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে। শহর থেকে ৫০ কিলোমিটার দূরে একটি রাস্তার বাঁকে গাড়িটি উল্টে যায়।
কাতার দূতাবাস এক বিবৃতিতে জানায়, নিহত তিনজনই দেশটির শীর্ষ সরকারি সংস্থা আমিরি দিওয়ান-এর কর্মচারী ছিলেন।বিবৃতিতে আরও বলা হয়, ‘আহত ও নিহতদের দেহ আজই কাতারের একটি বিমানে দোহায় ফিরিয়ে আনা হবে। আহত দুইজন শারম আল-শেইখ আন্তর্জাতিক হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা নিচ্ছেন।‘
চলতি সপ্তাহের শুরুতে কাতার, মিশর ও তুরস্ক যৌথভাবে গাজা যুদ্ধবিরতি নিয়ে পরোক্ষ আলোচনায় অংশ নেয় শারম আল-শেইখে। এই আলোচনার মাধ্যমেই ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির প্রথম ধাপে চুক্তি হয়, যা শুক্রবার ০৯ GMT সময় থেকে কার্যকর হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল।
গাজা ইস্যুতে আলোচনা আরও এগিয়ে নিতে সোমবার (১৩ অক্টোবর) থেকে শারম আল-শেইখে একটি বিশ্বব্যাপী শান্তি সম্মেলন শুরু হতে যাচ্ছে। সম্মেলনে সভাপতিত্ব করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল-সিসি। এই বৈঠকে ২০টিরও বেশি দেশের প্রতিনিধিদের অংশগ্রহণের কথা রয়েছে, যার লক্ষ্য গাজা যুদ্ধের স্থায়ী অবসান নিশ্চিত করা।