ইসরায়েলের ছয় গুপ্তচরকে মৃত্যুদণ্ড কার্যকর ইরানের
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৫, ১১:৪৭ AM , আপডেট: ০৪ অক্টোবর ২০২৫, ১২:১৬ PM
বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী চক্রের’ ছয় সদস্যের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি (আইআরএনএ)। শনিবার সকালে গণমাধ্যমটির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, এ ছয়জন ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশে, যা ইরাক সীমান্তবর্তী, একাধিক সশস্ত্র হামলা ও বোমা বিস্ফোরণের সঙ্গে জড়িত ছিলেন।
তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয় যে, গুপ্তচররা ‘বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডে অংশ নিয়েছেন। যেমন- বোমা তৈরি ও পুঁতে রাখা, খোররামশাহরে একটি গ্যাস স্টেশনে বিস্ফোরণ ঘটানো, ব্যাংকে সশস্ত্র হামলা, সামরিক কেন্দ্রের দিকে গ্রেনেড নিক্ষেপ এবং মসজিদে গুলি চালানো।’
এর আগে, ২০১৩ সালে গ্রেপ্তার হওয়া মোহাম্মদী বিরুদ্ধে এক ইমাম ও সৈন্যকে হত্যায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। এছাড়াও ডাকাতি ও অপহরণের সাথে জড়িত বলে জানা গেছে।