ইরানের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহাল চায় যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি

২৯ আগস্ট ২০২৫, ১২:২২ PM , আপডেট: ২৯ আগস্ট ২০২৫, ০৪:৪২ PM
 যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির প্রতিনিধিরা

যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির প্রতিনিধিরা © সংগৃহীত

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় জাতিসংঘের প্রধান নিষেধাজ্ঞাগুলো পুনর্বহালের প্রক্রিয়া শুরু করেছে যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি। ২০১৫ সালের ইরানের সাথে চুক্তির আওতায় এই নিষেধাজ্ঞাগুলো প্রত্যাহার করা হয়েছিল। এই পদক্ষেপে তথাকথিত "স্ন্যাপব্যাক মেকানিজম" (আগে কোনো এক সময় জারি করা নিষেধাজ্ঞা আবার কার্যকর করা) সক্রিয় হবে, ফলে ৩০ দিনের মধ্যে নিষেধাজ্ঞা পুনরায় কার্যকর হতে পারে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী এক চিঠিতে ইউরোপীয় ইউনিয়নের নীতি প্রধানকে জানিয়েছেন, নিষেধাজ্ঞা পুনরায় কার্যকর করার কোনো আইনগত এখতিয়ার এই তিন দেশের নেই। রাশিয়া ও চীন ইরানের এই অবস্থানকে সমর্থন করেছে। চিঠিতে মন্ত্রী লিখেছেন, অন্য পক্ষগুলো যদি 'গাম্ভীর্য ও সদিচ্ছা' প্রদর্শন করে তবে ইরান তার বিতর্কিত কর্মসূচি নিয়ে 'ন্যায়সঙ্গত ও ভারসাম্যপূর্ণ' আলোচনায় ফিরতে প্রস্তুত। তবে ২০১৫ সালের চুক্তিতে অংশগ্রহণকারী এই তিন ইউরোপীয় দেশ গত অগাস্টের শেষ নাগাদ ইরান কূটনৈতিক সমাধানে রাজি না হলে নিষেধাজ্ঞা পুনর্বহাল করবে বলে দুই সপ্তাহ আগেই দেশটিকে সতর্ক করেছিল।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এই পদক্ষেপ আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ'র) সঙ্গে চলমান প্রক্রিয়াকে 'গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত করবে'। তারা একে 'উসকানিমূলক ও অপ্রয়োজনীয় উত্তেজনা' আখ্যায়িত করে বলেছে এর 'উপযুক্ত জবাব' দেওয়া হবে।এদিকে, গত জুনে ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের বোমাবর্ষণ আর তারপর ইরানে জাতিসংঘ-সমর্থিত পরিদর্শকদের প্রবেশাধিকার নিষিদ্ধ করার পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পারমাণবিক কর্মসূচি নিয়ে আর আলোচনা শুরু হয়নি।

জাতিসংঘ সমর্থিত এক চুক্তির আওতায় ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করে আনার বিনিময়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, চীন ও ইউরোপীয় ইউনিয়ন দেশটির ওপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছিল। তবে চুক্তিটিকে "ত্রুটিপূর্ণ" আখ্যা দিয়ে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেয়। একইসাথে ২০১৮ সালে তার প্রথম মেয়াদে পুনরায় পারমাণবিক নিষেধাজ্ঞা আরোপ করলে চুক্তিটি ভেঙে পড়ে।জবাবে ইরান তার পারমাণবিক কার্যক্রম জোরদার করে, যা সংকট নতুন করে উসকে দেয়।

২০১৫ সালের চুক্তিতে স্ন্যাপব্যাক ধারা অন্তর্ভুক্ত ছিল। এর আওতায় চুক্তিতে অংশ নেওয়া কোনো দেশ যদি মনে করে ইরান তার পারমাণবিক কর্মসূচির বিষয়ে করা অঙ্গীকার পালনে উল্লেখযোগ্য পরিমাণে ব্যর্থ হয়েছে, তবে তারা জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে অবহিত করে নিষেধাজ্ঞা পুনর্বহালের প্রক্রিয়া শুরু করতে পারবে। যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি সম্মিলিতভাবে ই৩ বা ই-থ্রি নামে পরিচিত এই তিন দেশ বৃহস্পতিবার নিরাপত্তা পরিষদে পাঠানো এক চিঠিতে এমন পদক্ষেপের কথা জানায়। এখন পরিষদের হাতে ৩০ দিন সময় রয়েছে, যার মধ্যে তাদের সিদ্ধান্ত নিতে হবে যে নিষেধাজ্ঞা প্রত্যাহার বহাল থাকবে নাকি তা বাতিল করা হবে।

চিঠিতে বলা হয়েছে, ইরান 'স্পষ্ট ও ইচ্ছাকৃতভাবে' ২০১৫ সালের পারমাণবিক চুক্তি ভঙ্গ করেছে। এতে উল্লেখ করা হয়, সামরিক পর্যায়ের কাছাকাছি মাত্রায় বিশুদ্ধ ইউরেনিয়াম মজুদের বিষয়ে ইরানের কোনো 'বেসামরিক যুক্তি নেই' এবং দেশটির পারমাণবিক কর্মসূচি 'আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য সুস্পষ্ট হুমকি' হয়ে আছে। ই-থ্রি জানিয়েছে যে আগামী ৩০ দিন তারা "প্রতিশ্রুতি মেনে চলার জন্য ইরানের যেকোনো উল্লেখযোগ্য কূটনৈতিক প্রচেষ্টার বিষয়ে" দেশটির সাথে যোগাযোগ অব্যাহত রাখবে।

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি বলেছেন, ইরান নির্দিষ্ট শর্ত পূরণ করলে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সময়সীমা বাড়াতে যুক্তরাজ্য ও তার ইউরোপীয় মিত্ররা সম্প্রতি প্রস্তাব দিয়েছে। তিনি বলেন, ইরান এসব শর্ত পূরণে "কোনো বাস্তবসম্মত প্রচেষ্টা" নেয়নি এবং পারমাণবিক কর্মসূচির প্রকৃতি নিয়ে "বিশ্বাসযোগ্য আশ্বাস দিতে ধারাবাহিকভাবে ব্যর্থ হয়েছে"।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় পাল্টা প্রতিক্রিয়ায় বলেছে, আগের চুক্তি রক্ষা ও আলোচনার মাধ্যমে সমাধান খুঁজতে দেশটি "সর্বোচ্চ সংযম ও অবিচল কূটনৈতিক প্রতিশ্রুতি" প্রদর্শন করেছে। তেহরান স্ন্যাপব্যাক ধারা প্রত্যাখ্যানের আহ্বান জানিয়ে বলেছে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অন্য সদস্যদের সঙ্গে আলোচনায় বসতে তারা প্রস্তুত। অন্যদিকে স্ন্যাপব্যাক প্রক্রিয়া শুরু হওয়ার বিষয়টিকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। আর তা সম্পন্ন করতে ই-থ্রি'র সঙ্গে কাজ করার কথাও জানিয়েছে দেশটি। একইসাথে যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে সরাসরি আলোচনায় বসতে প্রস্তুত—যাতে ইরান ইস্যুতে একটি শান্তিপূর্ণ ও টেকসই সমাধান পাওয়া যায়", বলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর এক মুখপাত্র।

পাশ্চাত্য শক্তি এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) জানিয়েছে, ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে কিনা সে বিষয়ে তারা নিশ্চিত নয়। তবে ইরান দৃঢ়ভাবে দাবি করছে, তারা পারমাণবিক অস্ত্র বানাতে চায় না আর তাদের কর্মসূচি পুরোপুরি বেসামরিক।

 

 

 

 

 

 

 

 

 

 

 

দেশের তিন জেলায় শৈত্যপ্রবাহ অব্যাহত থাকার আভাস
  • ১৬ জানুয়ারি ২০২৬
দলীয় রাজনীতির ওপর নিষেধাজ্ঞা জারি করল রাবিপ্রবি
  • ১৬ জানুয়ারি ২০২৬
 রাবির ‘সি’ ইউনিটের প্রথম শিফটের ভর্তি পরীক্ষা শেষ, প্রশ্ন …
  • ১৬ জানুয়ারি ২০২৬
যুক্তরাষ্ট্রের নতুন খাদ্য নির্দেশিকা: কম চিনি, বেশি প্রোটিন…
  • ১৬ জানুয়ারি ২০২৬
আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপি প্রার্থীকে শোকজ
  • ১৬ জানুয়ারি ২০২৬
রাবিতে ভর্তিযুদ্ধে সন্তান: হলের বাইরে অভিভাবকরা দিচ্ছেন অন্…
  • ১৬ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9