সোনম ওয়াংচুক © সংগৃহীত
লাদাখ রাজ্যের দাবিতে আন্দোলনকারী সোনম ওয়াংচুককে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্টের (এনএসএ) অধীনে তাকে গ্রেপ্তার করা হয়। খবর এনডিটিভি।
একদিন আগেই তিনি বলেছিলেন, ‘এই আন্দোলনের জন্য যেকোনো সময় গ্রেপ্তার হতে আমি খুশি হব।’ সরকারি সূত্র জানিয়েছে, উস্কানিমূলক বক্তব্য দিয়ে জনতাকে প্ররোচিত করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
এনএসএ আইনে দীর্ঘ সময় জামিনের সুযোগ ছাড়াই প্রতিরোধমূলকভাবে আটক রাখার বিধান রয়েছে। সূত্র মতে, আজ রাতেই বা আগামীকাল সকালে তাকে লাদাখের বাইরে নিয়ে যাওয়া হতে পারে।
গ্রেপ্তারের পর লাদাখে ইন্টারনেট সেবা বন্ধ করে দিয়েছে সরকার, যাতে ভুয়া তথ্য ছড়িয়ে না পড়ে।
এর আগে গ্রেপ্তারের একদিন আগে গৃহ মন্ত্রণালয় (এমএইচএ) ওয়াংচুকের অলাভজনক সংস্থা স্টুডেন্টস এডুকেশনাল অ্যান্ড কালচারাল মুভমেন্ট অব লাদাখের (সেকমল) নিবন্ধন বাতিল করে। বিদেশি অনুদান (বিধি) আইন (এফসিআরএ), ২০১০ অনুযায়ী এই সিদ্ধান্তের ফলে সংস্থাটির বিদেশ থেকে তহবিল গ্রহণ নিষিদ্ধ হলো।