ডোনাল্ড ট্রাম্প ও নরেন্দ্র মোদি © সংগৃহীত
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৫তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে ফোনে আলাপের বিষয়টি জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী।
এক পোস্টে মোদি লিখেছেন, ‘আমার বন্ধু প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ, আমার ৭৫তম জন্মদিনে ফোন করে উষ্ণ শুভেচ্ছা জানানোর জন্য।’
তিনি আরও লেখেন, ‘ভারত-আমেরিকা সর্বাঙ্গীণ ও বৈশ্বিক অংশীদারিত্বকে নতুন উচ্চতায় নিয়ে যেতে আমি আপনার মতোই প্রতিশ্রুতিবদ্ধ। ইউক্রেন সংকটের শান্তিপূর্ণ সমাধানে ট্রাম্পের প্রচেষ্টাকেও তিনি সমর্থন করেন।’