পদত্যাগের পর হেলিকপ্টারে কোথায় গেলেন নেপালের প্রধানমন্ত্রী?
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০৩ PM
জেন-জি প্রজন্মের তীব্র আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা। পদত্যাগের পর হেলিকপ্টারে কাঠমুন্ডু ছেড়েছেন তিনি। তার সঙ্গে রয়েছেন ৭ মন্ত্রী। সেনাবাহিনীকে তাকে ও তার মন্ত্রসভার ৭ সদস্যকে নিরাপদে সরিয়ে নিয়েছে বলে জানা গেছে।
বিভিন্ন সূত্র জানায়, চিকিৎসার নাম করে কে পি শর্মা ভারত কিংবা সংযুক্ত আরব আমিরাতে আশ্রয় নিতে পারেন। তবে এখন পর্যন্ত সঠিক সংবাদ পাওয়া যায়নি।
দুদিনের বিক্ষোভ ১৯ জনের প্রাণহানি এবং কয়েকশ আহতের পর জেন-জি নামের তরুণরা প্রধানমন্ত্রীর বাসভবনসহ বিভিন্ন সরকারি দপ্তর জ্বালিয়ে দেয়। এর পর আজ সকাল থেকে বেশ কয়েকজন মন্ত্রী পদত্যাগ করার পর অবশেষে প্রধানমন্ত্রীও পদত্যাগে বাধ্য হন।
সর্বশেষ খবর অনুযায়ী, নেপালের প্রধানমন্ত্রী কাঠমান্ডুতে একটি হেলিকপ্টারে উঠছেন। এর গন্তব্য কোথায় তা পরিষ্কার নয়। অনলাইন এনডিটিভি এ খবর দিলেও কাঠমান্ডু পোস্ট বলছে, পার্লামেন্ট ভবনসহ গুরুত্বপূর্ণ ভবনগুলোতে নিরাপত্তা রক্ষায় মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিগদেল সরাসরি প্রধানমন্ত্রী অলিকে পদত্যাগের আহ্বান জানান। এই ঘটনাকে অনেকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের সঙ্গে তুলনা করছেন।
স্থানীয় সূত্র জানায়, বিমানবন্দর নেপালি সেনারা দখল নিয়েছে। বন্ধ করা হয়েছে সমস্ত বিমান ওঠা-নামা। চরম অরাজক পরিস্থিতি সামাল দিতে শাসনভার নেওয়ার হাতে এগোচ্ছে সেনাবাহিনী। তবে সবচেয়ে বেশি জল্পনা অলির দেশ ছাড়া নিয়ে।